পীরগঞ্জ প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়রে পীরগঞ্জে প্রাইভেটকার উল্টে মাসুদ রেজা (৩২) নামে এক ব্যাক্তি নিহত হয়েেছ। বৃহস্পতিবার বিকালে উপজলোর বীরগঞ্জ-পীরগঞ্জ পাকা সড়কে চাপোড় এলাকার এমবিব্রিক্স (ইটভাটা)র সামনে এ র্দুঘটনা ঘটে । নিহত মাসুদ রেজা নীলফামারী জেলার সৈয়দপুর পৌরশহররে সোনালী ব্যাংক এলাকার মশিউর রহমানের ছেলে।
প্রত্যক্ষর্দশীরা জানায়, বৃহস্পতিবার দুপুরে মাসুদ রেজা নিজে প্রাইভেটকার চালিয়ে রানীশংকৈলে আত্মীয়ের বাসায় যাওয়ার সময় চাপোড় এলাকায় এমবি ব্রিক্স(ইট ভাটার) সামনে পৌঁছালে প্রাইভটেকারটির সামনের চাকা হঠাৎ করে ব্রাস্ট হয়ে যায়। এতে প্রাইভটেকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছরে সাথে ধাক্কা খায়। এসময় ঘটনাস্থলইে চালক নিহত হন। তিনি নীলফামারী জেলার বিআরটিএ অফিসে উচ্চমান সহকারী পদে কর্মরত ছিলেন।
পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় ঘটনার সত্যতা নশ্চিতি করছেনে।