”কারিগরি দক্ষতায় সমৃদ্ধি, একটাই লক্ষ্য হতে হবে দক্ষ” এই ¯েøাগানকে সামনে রেখে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ এই উপলক্ষ্যে সোমবার দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে “জব ফেয়ার”। দিনব্যাপী জব ফেয়ারে মোট ৭টি স্টলে বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এই জব ফেয়ার এর স্টল গুলোতে দিনাজপুরের বিভিন্ন শিক্ষিত যুবকেরা যোগাযোগ করে তাদের সিভি জমা দেয় এবং তাদের মধ্য থেকে বাছাইকৃত অনেকের চাকরির নিশ্চয়তা প্রদান করে থাকে স্টলে যোগদানকারী প্রতিষ্ঠার সমূহের কর্তৃপক্ষ। দিনব্যাপী জব ফেয়ার চলাকালীন সময় দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল প্রতিটি স্টল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বলেন, আপনাদের সহযোগিতা পেলে দিনাজপুরের শিক্ষিত যুব সমাজেরা আর পিছিয়ে থাকবে না দারেদারে চাকরির জন্য ঘুরে বেড়াতে হবে না তাদের যোগ্যতা অনুসারে আপনাদের প্রতিষ্ঠানে কর্মস্থলে কাজের স্থান খুঁজে পাবে বলে আমি বিশ্বাস করি। এজন্য আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট, দিনাজপুর এর উপাধ্যক্ষ প্রকৌশলী মোঃ সাদেকুল ইসলাম, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইনস্ট্রাক্টর (মেকানিক্যাল) মোঃ জাবেদ আলীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।