বৃহস্পতিবার , ২ মে ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুর জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তরসহ বিভিন্ন সংগঠনের মে দিবস পালিত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মে ২, ২০২৪ ৬:৫২ অপরাহ্ণ

সারা বিশ্বের ন্যায় দিনাজপুর জেলাতেও মহান মে দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় দিনাজপুর ইনষ্টিটিউট প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। বেলুন-ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক-অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূর-এ-আলম।
উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফয়সাল রায়হান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিষ্ট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুরের উপ-পরিচালক মোহাঃ আবুল বাসার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রায়হান কবির সোহাগ প্রমুখ। এরপর জেলা শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে ‘শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সম্মানীত অতিথি অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সাবেক এমপি সুলতানা বুলবুল ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার। স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুরের উপ-পরিচালক মোহাঃ আবুল বাসার। শুভেচ্ছা বক্তব্য রাখেন কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক আব্দুল্লাহ আল সাকিব মুবাররাত। শ্রমিক প্রতিনিধির মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিষ্ট, দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, দিনাজপুর জেলা ট্রাক, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সাদাকাতুল বারী। মালিক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জহির শাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মোঃ হারুন-উর-রশিদ।
সভায় বক্তারা বলেন, মহান মে দিবস শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দিন। ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা ৮ ঘন্টা কর্ম দিবসের দাবীতে আন্দোলন করতে গিয়ে ১০ থেকে ১২ জন শ্রমজীবী মানুষ নিহত হন। শ্রমজীবী মানুষের এই আত্মত্যাগ সারা বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করে তোলে। দৈনিক ৮ ঘন্টা কাজের দাবীর এই যৌক্তিক আন্দোলন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। ১৮৯০ সালে শিকাগোর শ্রমিক হত্যার প্রতিবাদ বার্ষিকী আর্ন্তজাতিকভাবে পালনের প্রস্তাব করা হয়। মুহূর্ত সেই সময় থেকেই ১লা মে আর্ন্তজাতিক শ্রমিক দিবস পালনের সূচনা হয়। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে সরকারীভাবে মে দিবস পালিত হচ্ছে। সদর উপজেলা অটোরিক্সা ও ভ্যানচালক শ্রমিক ইউনিয়ন
বুধবার আর্ন্তজাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে দিনাজপুর সদর উপজেলা অটোরিক্সা ও ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের আয়োজনে মহান মে দিবস পালন করা হয়। এ উপলক্ষে সকাল ১১টায় শহরের জোড়াব্রিজ আনবিক শক্তি হাসপাতাল সংলগ্ন প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও শ্রমিক সদস্যদের মাঝে খাদ্য বিতরণের আয়োজন করা হয়।
এর পূর্বে সংগঠনের উপদেষ্টা ও দিনাজপুর পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজুর নেতৃত্বে শ্রমিক দিবসের বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে অংশ নেন সংগঠনের সভাপতি সৈয়দ মনসুরুল হোসেন ডাবলু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ হবিবর রহমান, দপ্তর সম্পাদক মোঃ রশিদুল ইসলাম জুয়েলসহ কমিটির নেতৃবৃন্দ। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ। সংগঠনের সভাপতি সৈয়দ মনসুরুল হোসেন ডাবøুর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মোঃ রশিদুল ইসলাম জুয়েলে সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও দিনাজপুর পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ শামীম আলম সরকার বাবু, সহ-সভাপতি সৈয়দ সোহেল হোসেন, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জেমি, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ মোঃ মকসেদুর রহমান শাহজাদা প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সাবেক এমপি মরহুম এ্যাডভোকেট এম আব্দুর রহিম, প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম তহিদুল হক সানুসহ সংগঠনের যে সকল নেতাকর্মী ইন্তেকাল করেছেন তাদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বড়পুকুরিয়া কয়লা খনি
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বড়পুকুরিয়া খনিতে মহান মে দিবস ও আর্ন্তজাতিক শ্রমিক দিবস উপলক্ষে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিঃ (বিসিএমসিএল) শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এর উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১মে বুধবার সকাল ৮টায় সিবিএ কার্যলয় থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি খনির সদর দপ্তরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সিবিএ কার্যলয়ে এসে শেষ হয়। র্যালী শেষে সিবিএ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এরপূর্বে বড়পুকুরিয়া কোল মাইনিং শ্রমিক-কর্মচারী ইউনিয়ন সিবিএ কার্যলয়ে জাতীয় ও শ্রমিক দিবসের পতাকা উত্তোলন করা হয়।
আলোচনা সভায় বড়পুকুরিয়া কোল মাইনিং শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ) সভাপতি কাশেম শিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিবিএ এর সাধারন সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ, সাবেক সম্পাদক জাহাঙ্গির আলম, শ্রমিক নেতা আব্দুর রউফ, আব্দুর রাজ্জাক প্রমুখ।
র্যালী ও আলোচনা সভায় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিঃ এর শ্রমিক-কর্মচারী ইউনিয়নের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের শ্রমিকগণ উপস্থিত ছিলেন।
খানসামা
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পাকেরহাটে নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ১ মে বুধবার সকালে পাকেরহাট নাহার মার্কেট চত্ত¡রে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন, অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের যৌথ আয়োজন কালো ব্যাচ ধারণ, পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য শাহরিয়ার জামান শাহ নিপুণের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম।
মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ও অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক আবু তালহা চৌধুরীর সঞ্চালনায় এসময় আঙ্গারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি হাকিম চৌধুরী ও জিকরুল হক, ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক তুহিন আকাশসহ শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে গুড নেইবারস্ এর আশা বালিকা বিদ্যালয়ের উদ্বোধন

চিরিরবন্দরে চোরাই ৫টি গরু উদ্ধারসহ আটক ২

পীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সম্মাননা ও শিক্ষার্থীদের পূর্নমিলনী অনুষ্ঠিত

চার বছর ধরে বন্ধ পঞ্চগড় চিনিকল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

এনটিআরসিএর আয়োজনে অবহিতকরণ কর্মশালা

রেজোয়ানার আত্মবিশ্বাসের গল্প –অথৈ আদিত্য, অতিরিক্ত জেলা প্রশাসক পঞ্চগড়

পীরগঞ্জে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতির শোক সভা

১৬ বছরে বাংলাদেশ প্রতিদিনের ইফতার মাহফিলে বক্তারা বাংলাদেশ প্রতিদিন আগামীতেও দেশের এবং দেশের মানুষের কল্যানে ও উন্নয়নের কথা বলবে

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন হবে —হুইপ ইকবালুর রহিম

বীরগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ