পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি \ পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার পর্যন্ত চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
উপজেলা চেয়ারম্যান পদে জেলা আওয়ামীলীগ সহসভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখারুল হক (ধ্রæব), শ্রম সম্পাদক ওসাবেক ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম এবং উপজেলা বিএনপি নেতাও বর্তমান ভাইস চেয়ারম্যান সুকুমার রায় মনোনয়ন পত্র দাখিল করেছেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে ইত্তাশাম উল হক মীম,আবু সাঈদ মো: আকলিমুর রহমান ও আমির আলী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভারতী রানী রায় (বর্তমান ভাইস চেয়ারম্যান, সাবিনা খাতুন, মাহফুজা আকতার ও কোহিনুর রহমান ।
উল্লেখ্য, পীরগঞ্জ উপজেলার মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৬ হজার ৬৬১ জন। এর মধ্যে পুরুষ ১ লক্ষ ৪ হাজার ৮৭৪ ও মহিলা ১ লক্ষ ১ হাজার ৭৮৭।