শুক্রবার , ১০ মে ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবলও নানান সংকটে

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মে ১০, ২০২৪ ১১:০৭ পূর্বাহ্ণ

ঘোড়াঘাট প্রতিনিধি \ চিকিৎসকসহ জনবল সংকটে রোগীর সংখ্যা বাড়লে ওষুধের স্বল্পতা এবং বেডের বেশী রোগীদের খাবার সংকটে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হয় রোগীরা। প্রতিদিন গড়ে হাসপাতালের বহির্বিভাগে ৬৫০-৭০০জন, আন্তঃবিভাগে ৫০-৫৫জন এবং ল্যাবে গড়ে ২০-৩০জন রোগী সেবা নেয়। জনবল সংকটে সেবা দিতে হিমশিম খেতে হয় হাসপাতালের সেবা প্রদানকারীদের।
হাসপাতাল সূত্রে জানা যায়, ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিসিন বিশেষজ্ঞ, সার্জারী এবং অ্যানেস্থেসিয়া চিকিৎসক না থাকায় উন্নত অপারেশন থিয়েটার থাকলেও অপারেশন বন্ধ রয়েছে। প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ৩১শয্যার সেবাদান কার্যক্রমে বিভিন্ন পদে জনবল থাকার কথা ১২২জন। বর্তমানে জনবল আছে ৮৪জন। এদের মধ্যে প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার পদ ফাঁকা ৫টি। বাকি ৩৩টি শূন্যপদ তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের। প্রথম শ্রেণির আবাসিক মেডিকেল অফিসারের ১টি এবং দ্বিতীয় শ্রেণির সহকারী সার্জনের ৩টি ও সিনিয়র স্টাফ নার্সের ১টি পদ শূন্য রয়েছে। অপরদিকে মেডিকেল টেকনোলজিস্ট (এসআই) পদে ১জন,স্বাস্থ্য পরিদর্শক পদে ১জন, স্টোর কিপার পদে ১জন, ওয়ার্ড বয় পদে ৩জন, আয়া পদে ২জন এবং কুক পদে ২জন থাকার কথা থাকলেও এসব পদে জনবল শূন্য রয়েছে। এছাড়াও উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের ৪টি, সহকারী স্বাস্থ্য পরিদর্শকের ৩টি, স্বাস্থ্য সহকারীর ৫টি,অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের ২টি, নিরাপত্তা কর্মীর ১টি, পরিচ্ছন্নতাকর্মীর ৪টি এবং অফিস সহায়কের ৪টি পদ শূন্য আছে। গত ৮বছর ধরে অচল ও অকেজো হয়ে পড়ে আছে একটি অ্যাম্বুলেন্স। ৩১শয্যা থেকে ৫০শয্যার হাসপাতালের অনুমোদন পেলেও জনবল পাইনি এখনও।
কয়েকদিন আগে দিনাজপুররে তাপমাত্রা ৩৫-৪০ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছিল। তখন ডায়রিয়া, পেটের পীড়া,জ্বর-কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, পানিশূন্যতা রোগীর চাপ বৃদ্ধি পেলে হাসপাতালে নির্ধারিত বেড ছাড়াও মেঝেতে চিকিৎসা নিয়েছে অনেক রোগী।
তবে নানান সমস্যার পরেও হাসপাতালে নরমাল ডেলিভারীর সংখ্যা বেড়েছে। এরই মধ্যে নরমাল ডেলিভারিতে উন্নয়নের স্বীকৃতিস্বরূপ দিনাজপুর জেলার মধ্যে তৃতীয় স্থান লাভ করে স্বাস্থ্য কমপ্লেক্সটি। ২০২২সালে ‘নরমাল ডেলিভারি হ্যাঁ, সিজারিয়ানকে না বলুন’ এ শ্লোগানকে সর্বত্রই পৌঁছে দিতে নানা কর্মসূচি নেয়া হয়। কার্যক্রমের অংশ হিসেবে গর্ভকালীন সময়ের নূন্যতম ৪বার যাতে চেকআপ করা হয়, এজন্য বহিঃবিভাগে গর্ভবতী সেবা চালু করা হয়েছে। গর্ভবতী মায়েদের সার্বক্ষনিক সেবার জন্য একটি টেলিফোন নাম্বার চালু আছে যার মাধ্যমে তাদের গর্ভকালীন সময়ে উদ্ভুদ্ধ জরুরী জটিলতা সম্পর্কে পরামর্শ দেওয়া হয়। নরমাল ডেলিভারির আলাদা বিভাগে ২৪ ঘন্টায় মিডওয়াইফারি কর্তব্যরত রয়েছেন। প্রতিটি গর্ভবতী মাকে তার ডেলিভারি তারিখের পূর্বের দিন মিডওয়াইফারি ফোন দিয়ে অবস্থান জানতে ও ডেলিভারি পরামর্শ দিয়ে থাকেন। বর্তমানে আল্ট্যাসনোগ্রাফি ও ফিটাল ডপলাপ চালু রয়েছে যার মধ্যমে গর্ভবতী মাকে সার্বক্ষনিক মনিটরিং করা সম্ভব হচ্ছে।
এ ব্যাপারে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার জানান, জনবল সংকটের মাঝে বেডের চেয়ে রোগী বেশী হলে সমস্যা বাড়ে। প্রতিদিন আউটডোরে ৪০০-৫০০জন রোগী দেখতে হিমসিম খেতে হয় চিকিৎসকদের। এরপরেও সেবার মান বজায় রাখার চেষ্ঠা করা হয়। সমস্যার মাঝে নরমাল ডেলিভারিতে তুলনামূলকভাবে খরচ একেবারে কম এমন চিন্তাধারায় উৎসাহিত হয়ে সিজারিয়ান চিন্তা বিমুখ হয়ে এই স্বাস্থ্য কমপ্লেক্সটিতে গত ২০২২সালে ১৩৩জন ও ২০২৩সালে ২৭৫জন নরমাল ডেলিভারি করা হয়েছে। সংখ্যার দিক থেকে এটি জেলায় তৃতীয় স্থান হয়। ডেলিভারি পরবর্তী ১মাসের ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়ে থাকে। আউটডোরে রোগীদের ওষুধ দেয়ার চেষ্ঠা করা হচ্ছে।
উল্লেখ্য,ঘোড়াঘাট উপজেলায় স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করতে ১৯৬৫সালে স্থাপিত হয় ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ওবায়দুল কাদের তৃতীয়বার সাধারণ সম্পাদক নির্বাচিত

পীরগঞ্জে স্কুলের নিয়োগ বাতিলের দাবীতে মানবন্ধন

শেখ হাসিনা সকল অপশক্তিকে রুখে দিয়ে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উদ্যোগতি এবং বিভিন্ন জায়গায় হামলার প্রতিবাদে ও জনসমাবেশে ঠাকুরগাঁওয়ে বক্তব্য রাখেন- ডাঃ জাহিদ

আটোয়ারীতে ফেনসিডিলসহ মাদক সম্রাট আটক

আটোয়ারী উপজেলা ফুটবল একাডেমির প্রশিক্ষনার্থীদের মাঝে জার্র্সি বিতরণ

ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি  লিঃ’র বার্ষিক সাধারণ সভা

ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ’র বার্ষিক সাধারণ সভা

সাংবাদিক এ টি এম সামসুজোহা করোনাভাইরাসে আক্রান্ত !

বীরগঞ্জে এসএসসি পরীক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ

বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু