দিনাজপুরের কৃতি সন্তান দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর চিফ ইন্সট্রাক্টর (মেকানিকক্যাল) মোঃ শরিফুল আলমকে সভাপতি করে বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি (বাপশিস) দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখার কমটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি (বাপশিস) দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখার নতুন সভাপতি নির্বাচন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের চীফ ইন্সট্রাক্টর (মেকাঃ) মোঃ শরিফুল আলমকে সভাপতি এবং ইন্সট্রাক্টর (মেকানিক্যাল) মোঃ আপেল মাহমুদকে সাধারন সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি (বাপশিস) দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখার নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন উপদেষ্টা মোঃ শামীম সুলতান (চীফ ইন্সট্রাক্টর, কমঃ), উপদেষ্টা মোঃ আনোয়ার আল সাদাত মোল্লা (চীফ ইন্সট্রাক্টর, নন-টেক), উপদেষ্টা মোঃ তানভীর আহমেদ (চীফ ইন্সট্রাক্টর, আর্কিটেকচার), সহ-সভাপতি মোঃ শাহনেওয়াজ হোসেন (ইন্সট্রাক্টর, নন-টেক), সাংগঠনিক সম্পাদক আশুতোষ রায় (ইন্সট্রাক্টর, কমঃ), বিভাগীয় প্রতিনিধি মোঃ নেওয়াজ শরীফ (ইন্সট্রাক্টর, মেকানিক্যাল), যুগ্ম সাধারন সম্পাদক মোছাঃ শিউলি আক্তার (ইন্সট্রাক্টর, ইলেঃ), যুগ্ম সাধারন সম্পাদক মোছাঃ ইসরাত জাহান (ইন্সট্রাক্টর, ইলেঃ), অর্থ সম্পাদক নুর মোহাম্মদ পিন্টু (জুনিয়র ইন্সট্রাক্টর, পাওয়ার), দপ্তর ও প্রচার সম্পাদক গৌতম রায় (জুনিয়র ইন্সট্রাক্টর, পাওয়ার), সংস্কৃতি ও সমাজকল্যাণ সম্পাদক বিথীকা রায় (জুনিয়র ইন্সট্রাক্টর, পাওয়ার) এবং শিক্ষা, প্রশিক্ষন ও গবেষনা সম্পাদক মোঃ আবু রায়হান (জুনিয়র ইন্সট্রাক্টর, পাওয়ার)।