দিনাজপুরের ঐতিহাসিক শ্রীশ্রী কান্তজিউ মন্দির পরিদর্শনে আসেন জনপ্রশাসন-ঢাকা হতে আগত জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি’র মহাপরিচালক (সরকারের সচিব) সুকেশ কুমার সরকার। তাকে দিনাজপুর রাজ দেবোত্তর এষ্টেটের পক্ষে এজেন্ট রণজিৎ কুমার সিংহ শুভেচ্ছা জানান।
মহাপরিচালক সুকেশ কুমার সরকার মন্দিরের চারপাশ ঘুরে দেখেন এবং কালিয়া-কান্তজিউ বিগ্রহ দর্শন করেন। এসময় রাজ দেবোত্তর এষ্টেটের এজেন্ট রণজিৎ কুমার সিংহ তাকে মন্দির স্থাপনের ধর্মীয় ইতিহাস তুলে ধরেন। মহাপরিচালক সুকেশ কুমার সরকার পরে ঐতিহাসিক নয়াবাদ মসজিদ ও কান্তনগর জাদুঘর পরিদর্শন করেন। এসময় কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম ও কান্তনগর জাদুঘরের কাষ্টোডিয়ান শিহাব সরকার সহ কাহারোল উপজেলা প্রশাসনের কর্মকর্তা, নিরাপত্তা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।