চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা পরিষদ নির্বাচন। ভোটারদের পক্ষে টানার প্রাণান্তকর চেষ্টায় ব্যস্ত প্রতিদ্ব›দ্বী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। তিনটি পদের প্রার্থীরাই প্রতীক বরাদ্দের পর থেকে সমানতালে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় প্রার্থীর ব্যক্তি ইমেজেই বেশি গুরুত্ব পাচ্ছে। নির্বাচনী বৈতরণী পার হওয়ার ক্ষেত্রে ভোটারদের দিকে চোখ রাখছেন প্রার্থীরা। চায়ের দোকান থেকে পথঘাট, বাসাবাড়ি, পাড়া-মহল্লা ও অফিসপাড়ায় চলছে নির্বাচনী আলাপ-আলোচনা। কে হচ্ছেন চেয়ারম্যান, কে ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে কেই-বা এগিয়ে আছেন তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ ও ভোটের হিসাব-নিকাশ।
চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা হলেন-উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তেঁতুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুনীল কুমার সাহা (দোয়াত-কলম), উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দিনাজপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি ও বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল (হেলিকপ্টার), উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় (মোটরসাইকেল), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য মো.মোস্তাফিজুর রহমান ফিজার (ঘোড়া), সাঁইতাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য (সদ্য বহিষ্কৃত) মো.মোকারম হোসেন শাহ্ (আনারস)। প্রতিদ্ব›দ্বী এসব প্রার্থীর মধ্যে সুনীল কুমার সাহা, অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, জ্যোতিষ চন্দ্র রায় ও মো. মোস্তাফিজুর রহমান ফিজার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত। নির্বাচনী লড়াইয়ে এই চারজনের কেউ কাউকে ছাড় দিতে নারাজ।
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা হলেন-উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সুমন চন্দ্র দাস (বৈদ্যুতিক বাল্ব), সাংবাদিক মো. জামাল উদ্দিন মুহুরী (তালা), উপজেলা মৎস্যজীবী লীগের আহŸায়ক মো. আব্দুল্লাহ আল মামুন (মাইক)। এছাড়া সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা হলেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোছা. লায়লা বানু (প্রজাপতি), উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তরু বালা রায় (কলস), মোছা. ওয়াজিদা খাতুন বেবি (ফুটবল) এবং পূর্ণিমা মহন্ত ছবি (পদ্মফুল) প্রতীক নিয়ে লড়াই করছেন। প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীরা নির্বাচনী এলাকায় মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ এবং ভোটারদের নিকট নিজ নিজ প্রতীকে ভোট কামনা করছেন। নির্বাচনী লড়াইয়ে জয় পেতে নারী প্রার্থীরাও পুরুষ প্রার্থীদের মতো মরিয়া হয়ে সমান তালে সক্রিয় প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ এস এম সাইফুর রহমান বলেন, চিরিরবন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৩জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন।
উপজেলায় ১২টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫৮ হাজার ৩৮৯। এর মধ্যে পুরুষ ১ লাখ ৩০ হাজার ১২৬ জন ও মহিলা ১ লাখ ২৮ হাজার ২৬২ জন এবং তৃতীয় লিঙ্গের ১ জন। ৯৫টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।