বুধবার , ২২ মে ২০২৪ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

উপজেলা পরিষদ নির্বাচনে দিনাজপুরে ৪টি উপজেলায় বেসরকারী ফলাফলে বিজয়ী হলেন যারা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মে ২২, ২০২৪ ৮:০৪ অপরাহ্ণ
উপজেলা পরিষদ নির্বাচনে দিনাজপুরে  ৪টি উপজেলায় বেসরকারী  ফলাফলে বিজয়ী হলেন যারা

দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত দিনাজপুরে ৪টি উপজেলায় বীরগঞ্জ, কাহারোল,বোচাগঞ্জ ও বিরল উপজেলা পরিষদ নির্বাচনে ফলাফল গতকাল দিনাজপুর জেলা নির্বাজন কর্মকতা কামরুল ইসলাম বেসরকারী ফলাফল ঘোষনা করেন।
২১মে সকাল ৮টা থেকে বিকেল ৪ টা প্রর্যন্ত ১০৪ টি কেন্দ্রে বিরতিহীন ভাবে ভোটারা ভোট দেন। তবে ভোট চলাকালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। সকালে ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্র গুলিতে ব্যাপক ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে দিনাজপুরের বিরল, বোচাগঞ্জ, বীরগঞ্জ ও কাহারোল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারীভাবে বিজয়ী হলেন যারা।
বিরল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান (আনারস), বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আফছার আলী (ঘোড়া), বীরগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামীলীগের সদস্য আবু হুসাইন বিপু (আনারস), কাহারোল উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক (দোয়াত-কলম) বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।
কাহারোল
কাহারোল উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম ফারুক দোয়াত কলম প্রতীকে ৩৩ হাজার ১৪০ ভোট নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ডি আরমান হোসেন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ১২ভোট। এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে রঘুনাথ চন্দ্র রায় টিয়াপাখী প্রতীকে ২০ হাজার ৫৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্বী মাজেদুর রহমান টিউবয়েল প্রতীকে পেয়েছেন ১৭হাজার ৫৩২ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ডলোমনি পদ্মফুল প্রতীকে ৩১হাজার ৩৭৯হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটত প্রতিদ্বন্বি রাবেয়া পারভীন কলস প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৭৬৩ ভোট।
বোচাগঞ্জ
মঙ্গলবার দ্বিতীয় ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বোচাগঞ্জ উপজেলায় ব্যাপক ভোটারের উপস্থিতি ও অবাধ সুষ্ঠ ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলে। ভোট চলাকালীন সময়ে বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরে দেখা গেছে ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক। ব্যাপক উৎসাহ উদ্দিপনা নিয়েই ভোটারা সকাল থেকেই ভোট কেন্দ্রে যায়। কোন প্রকার অপ্রতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহন শেষ হয় তবে ভোট গ্রহন শেষের কিছুক্ষন পুর্বে সেতাবগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড বাড়মাঠ স্পোর্টিং ক্লাব কেন্দ্রে দোয়াত কলম মার্কার চেয়ারম্যান প্রার্থীর কিছু সংখ্যক সমর্থক ভোট কেন্দ্রের ভিতরে জাল ভোট দেওয়া হচ্ছে মর্মে অভিযোগ তুলে কেন্দ্রের ভিতর প্রবেশ করতে চাইলে সেখানে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে ঐ সমর্থকরা স্পোটিং ক্লাব কেন্দ্রের মেইন গেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করলে কেন্দ্রে অবস্থানরত আইন শৃংখলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দিতে না পারায় তাৎক্ষনিক টহরলত বিশেষ বাহিনী সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিলে বড় ধরনের কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি। তবে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হওয়ায় সেখানে অনেক মহিলা ভোটার ভোট না দিয়েই চলে যায় বলে জানা গেছে।
বিকাল ৪টায় ভোগ গ্রহন শেষ হলে গননা শুরু হয়। রাত ৯টায় ভোট গননা শেষে সহকারী রিটনিং অফিসার কর্তৃক ঘোষিত বে-সরকারি ফলাফলে বোচাগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে মোঃ আফছার আলী ঘোড়া প্রতিকে ৪৬ হাজার ৩শত ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব প্রার্থী এ্যাডভোকেট জুলফিকার হোসেন আনারস প্রতিকে পান ৩৩ হাজার ৪শত ৮ ভোট। এছাড়াও অপর প্রার্থী ফরহাদ হাসান চৌধুরী ইগলু দোয়াত কলম প্রতিকে পান ৭ হাজার ৭শত ৪২ ভোট।
ভাইস চেয়ার‌্যান পদে মোঃ রেদওয়ানুল করিম রাবিদ বই প্রতিকে ৩৭ হাজার ২শত ৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্ব›িদ্ব প্রার্থী প্রবির কুমার রায় মাইক প্রতিকে ভোট পান ২৬ হাজার ৭শত ৫৯। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ লায়লা আকতার মোতাবেল ফুটবল প্রতিকে ৪৭ হাজার ১শত ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী পুতুল রানী রায় হাঁস প্রতিককে পান ২৯ হাজার ২শত ১৪ ভোট।
উপজেলার ৬৪টি কেন্দ্রে মোট ভোটার ছিল ১ লাখ ৩৫ হাজার ৫শত ৮০। এর মধ্যে ভোট পড়েছে ৮৭ হাজার ৪শত ৯৭টি। যার গড় ভোট ৬৫.৮৭।
বীরগঞ্জ
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু হুসাইন বিপু আনারস প্রতিক নিয়ে বেসরকারী ভাবে নির্বাচিত। তিনি পেয়েছেন ৪৪৩৩৬টি ভোট। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব একই দলের বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম পেয়েছেন ৩২৪১৮টি ভোট।
এবারে বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছে।
চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে আবু হুসাইন বিপু ৪৪৩৩৬টি ভোট পেয়ে বেসরকারিভাবে নিবার্চিত তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৩২৪১৮টি ভোট। মোঃ রেজওয়ানুল ইসলাম (রিজু) কাপ-পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ২৭৯৯০টি ভোট। কে এম কুতুব উদ্দিন দোয়াত-কলম প্রতীক নিয়ে পেয়েছেন ১৩২৪১টি ভোট। ওয়াহেদুজ্জামান টেলিফোন প্রতীক নিয়ে পেয়েছেন ২৬৯২টি ভোট ।
ভাইস চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার পরিমল কুমার রায় চশমা প্রতীক নিয়ে বেসরকারি ভাবে ৪৯৪৫৩টি ভোট পেয়ে নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ মোনায়েম মিঞা বই প্রতীক নিয়ে পেয়েছেন ৪৭৬১২টি ভোট।মোঃ মামুনুর রহমান মামুন উড়োজাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন ১১৩৮৪টি ভোট। মোঃ রশিদুল ইসলাম টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ১০৬৭২টি ভোট।এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি কলস প্রতীক নিয়ে ৬৪৩৫৬টি ভোট পেয়ে নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব অনিতা রানী রায় হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫৮৩৩টি ভোট। মোছাঃ শাহনাজ পারভিন ফুটবল প্রতীকে পেয়েছেন ৮৪৪২টি ভোট।
বিরল
বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফলে বর্তমান চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু (আনারস প্রতীক) আবারো নির্বাচিত হয়েছেন। এ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা (পদ্মফুল প্রতীক) এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তোফাজ্জল হোসেন তোফা (মাইক প্রতীক) বেসরকারি ফলাফলের ভিত্তিতে নির্বাচিত হয়েছেন।
বিরল উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, মঙ্গলবার অনুষ্ঠিত বিরল উপজেলা উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফলে ৫৫০৪২ ভোট পেয়ে বর্তমান চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু (আনারস প্রতীক) আবারো নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি¦ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমা কান্ত রায় (মোটরসাইকেল প্রতীক) ভোট পেয়েছেন ৪১২৬২ । মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান এবং রাণীপুকুর ইউনিয়ন শাখা বিএনপি’র সভাপতি ফিরোজা বেগম সোনা (পদ্মফুল প্রতীক) ৫৮০১৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিক হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি¦ মহিলা লীগের দপ্তর সম্পাদক সুলতানা ইয়াসমিন রুমন (ফুটবল প্রতীক) ভোট পেয়েছেন ৩৫২৭২। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে শহরগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা (মাইক প্রতীক) ৬৯০১২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব বিরল সদর ইউনিয়ন শাখা আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম (টিউবওয়েল প্রতীক) পেয়েছেন ১৭৬৫৮ ভোট।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ গোল্ড মেডেল অর্জন করায় আটোয়ারী প্রেসক্লাবের সভাপতিকে সংবর্ধনা

বোচাগঞ্জে আব্দুর রউফ চৌধুরীর ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত

মনোরঞ্জন শীল গোপাল এমপি’র রোগমুক্তি কামনায় প্রার্থনা সভা

কু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন ঠাকুরগাঁওয়ে জেলা পুলিশের সংবাদ সম্মেলন ।

পীরগঞ্জে হাফেজিয়া মাদ্রাসা ছাত্রীকে অমানবিক প্রহার ঃ হাসপাতালে ভর্তি

বালিয়াডাঙ্গীতে ভাতা ভোগীর আওতায় ১৮ হাজার জন

বালিয়াডাঙ্গীতে ভাতা ভোগীর আওতায় ১৮ হাজার জন

পীরগঞ্জে মাদক সেবীর ৩ মাসের কারাদন্ড

সাংবাদিক মনিরুজ্জামান বাবলা আর নেই

দিনাজপুরে ভ্যান ভাড়া করে চালক হত্যা ঘটনায় আটক-২

আরোহীদের হেলমেট নিশ্চিতকরণে হরিপুর থানা পুলিশের অভিযান