শনিবার , ২৫ মে ২০২৪ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

২৫ মাইলে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মে ২৫, ২০২৪ ৮:১১ পূর্বাহ্ণ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে মসজিদুল আকসা পুনরুদ্ধারে ও মজলুম ফিলিস্তিনিদের সমর্থনে ২৫ মাইল যুব সমাজ, বীরগঞ্জ, দিনাজপুর এর উদ্যোগে অদ্য ইং ২৪/০৫/২০২৪ তারিখ রোজ শুক্রবার বাদ জুমার নামাজের পর বীরগঞ্জ থানাধীন সাতোর ইউনিয়নের ২৫ মাইল বাজারের জনৈক ফারুক হোসেন এর হোটেলের সামনে ঠাকুরগাঁও হইতে দিনাজপুর গামী মহাসড়কের পাশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় । উক্ত সমাবেশে ২৫ মাইল যুব সমাজ, বীরগঞ্জ, দিনাজপুর এর পক্ষে ১। মোঃ আরিফ হোসেন (২১), ও ২। মোহাম্মদ আলী (২৪),
বীরগঞ্জ উপজেলার, প্রাননগর (২৫ মাইল) বাজারে অসংখ্য মুসল্লির অংশগ্রহণে ফিলিস্তিনি মুসলমানদের ওপর অবিলম্বে হত্যাযজ্ঞ বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সাং- প্রান নগর, থানা- বীরগঞ্জ, জেলা- দিনাজপুরদ্বয়ের নেতৃত্বে ২৫ মাইল বাজারে বিভিন্ন মসজিদের মুসল্লি ও এলাকার সুশীল সমাজের লোকজনসহ প্রায় ৪০০/৫০০ জন উক্ত বিক্ষোভ সমাবেশে সমবেত হন। উক্ত বিক্ষোভে সমাবেশে বক্তব্য রাখেন সমাবেশে ২৫ মাইল বাজার জাম মসজিদ এর খতিব জনাব মাওঃ মোঃ নুরুল ইসলাম এবং ২৫ মাইল বাজার মসজিদ এর খতিব জনাব মাওঃ নাজমুল ইসলামদ্বয় বক্তব্য প্রদান করেন।ফিলিস্তিনি সকল মুসলমানদের হেফাজত ও শান্তি বর্ষনেন মোনাজাত করে সভার কার্যক্রম সমাপ্ত করেন। শান্তিপূর্ণ ভাবে সভার অনুষ্ঠিত হয়।

মুসল্লিরা বলেন, মানবাধিকারের বিষয়ে কথা বলা সেই আমেরিকাসহ পশ্চিমা বিশ্ব ফিলিস্তিন ইস্যুতে কেন চুপ? এ সময় তারা ‘ইসরায়েল নিপাত যাক ফিলিস্তিন মুক্তি পাক, ইসরাইলের কালো হাত ভেঙে দাও ভেঙ্গে দাও , নেতা নিয়াহুর গালে গালে জুতা মারো তালে তালে, ফিলিস্তিনের স্বাধীনতা দিতে হবে দিতে হবে, মজলুমের রক্ত বৃথা যেতে দেবো না, ফ্রি ফর প্যালেস্টাইন’ বলে স্লোগান দিতে থাকেন।

মোঃ আরিফ হোসেন বলেন এখন পর্যন্ত ফিলিস্তিনের ৩৪ হাজারের বেশি সাধারণ মানুষ নিহত হয়েছে। যারা নিরীহ, যাদের কোনো অপরাধ নেই। এই নিরীহ মানুষের ওপর বর্বরোচিত হামলার আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমরা চাই অতি দ্রুত এই ফিলিস্তিনের মানুষের ওপর বর্বরোচিত হামলা সমাপ্ত হোক এবং এর সঙ্গে জড়িতদের বিচার করা হোক।’ ‘ফিলিস্তিনে আজ এত কিছু হয়ে যাচ্ছে সেখানে মানবাধিকার সংস্থাগুলো কোথায়? আজ কেন তারা নিশ্চুপ? পাকিস্তানের গণহত্যার প্রতিবাদে আমরা বাংলাদেশিরা যে প্রতিরোধ গড়ে তুলেছিলাম, সে চেতনা নিয়ে আজ এখানে হাজির হয়েছি।’

বিক্ষোভ মিছিলে ধর্মপ্রাণ মুসল্লিরা ন্যায়-মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের স্বীকৃতি এবং নিরীহ ফিলিস্তিনের ওপর সকল প্রকারের হামলা বন্ধ ও ইসরায়েলি সব পণ্য বর্জনের ডাক দেন।
মোনাজাতে মহান আল্লাহ তাআলার দরবারে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সহযোগিতা কামনা করেন এবং ইসরায়েলের হামলায় নিহতদের জান্নাতবাসী হিসেবে কবুল করার আকুতি জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

গ্রাম পুলিশদের পোশাক ও সরঞ্জামাদি বিতরণ

বোচাগঞ্জে ৬টি গুরুত্বপুর্ণ ভবনসহ ১৪ উন্নয়ন মূলক প্রকল্পের উদ্বোধন করবেন নৌ প্রতিমন্ত্রী

রানীসংকৈলে ঢাকা ব্যাংক ও পেট্রোকেমের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

প্রধান শিক্ষক আনছারুল হকের মৃত্যুতে বাশিস এর শোক

সফল নারী কসাই বীরগঞ্জের জমিলা

জেলা প্রতিবন্ধী ফেডারেশনের গোল টেবিল বৈঠকে বক্তারা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতা নিশ্চিত করতে হবে

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ব্রিগেডিয়ার (অব:) আব্দুল মালিক স্মরণে স্মরণ সভা

বিগত ১৬ বছরে নববর্ষে দলীয় প্রভাবের সাথে  বিদেশি রাষ্ট্রের প্রভাবও আমরা দেখেছি —পঞ্চগড়ে শহীদ সাগরের কবর জিয়ারতের পর সারজিস

বিগত ১৬ বছরে নববর্ষে দলীয় প্রভাবের সাথে বিদেশি রাষ্ট্রের প্রভাবও আমরা দেখেছি —পঞ্চগড়ে শহীদ সাগরের কবর জিয়ারতের পর সারজিস

সেতাবগঞ্জ পৌরসভায় গণটিকা কর্মসূচির শুভ উদ্বোধন করলেন মেয়র অাসলাম

সুইজারল্যান্ড যাচ্ছেন দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল