বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি। শনিবার সকাল ১০টায় বোচাগঞ্জ উপজেলার ৬টি গুরুত্বপূর্ণ ভবন সহ ১৪টি উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করবেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। এসব উন্নয়ন প্রকল্প শুভ উদ্বোধন উপলক্ষে বোচাগঞ্জের সর্বত্র সাজসাজ রব ও উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। বোচাগঞ্জ উপজেলা পরিষদ, বোচাগঞ্জ শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামকে সাজনো হয়েছে বর্নিল সাজে। প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী তার নিজ নির্বাচনী এলকায় এসব উন্নয়ন মূলক কাজের শুভ উদ্বোধন উপলক্ষে বিশাল সুধি সমাবেশের আয়োজন করা হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও বোচাগঞ্জ উপজেলা ইমাম সমিতির পক্ষ থেকে এসব সুধি সমাবেশে সর্বস্তরের মানুষের ব্যাপক উপস্থিতি হবে বলে জানিয়েছে বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আফছার আলী। উপজেলার এসব উন্নয়ন মূলক কাজ সম্পন্ন হওয়ায় আমরা বোচাগঞ্জ বাসীর পক্ষ থেকে নৌ মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এসব উন্নয়ন মূলক কাজের মধ্যে রয়েছে নব নির্মিত বোচাগঞ্জ উপজেলা কমপ্লেক্স ভবন, উপজেলা কৃষক প্রশিক্ষন কেন্দ্র, উপজেলা পরিষদ চত্বরে অবিনাশী বাংলা, উপজেলা স্বাস্থ্য প্রকৌশল ভবন, শহীদ ক্যাম্পেট শেখ কামাল জিমনেশিয়াম ও বোচাগঞ্জ মডেল মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন সহ জনগুরুত্বপূণ ১৪টি স্থাপনা শুভ উদ্বোধন করা হবে।