বুধবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফেডারেশনের আয়োজনে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ)’র সহযোগীতায় সরকারী-বেসরকারী কর্মকর্তাদের নিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গোলটেবিল বৈঠকে সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ইমদাদুল হক প্রামাণিক, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মুনির হোসেন, দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ মাসুদ রানা, দিনাজপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল শাহনেওয়াজ, মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব আলী, উত্তরণ প্রতিবন্ধী সংস্থার কোষাধ্যক্ষ মোঃ রাসেল রানা, সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি তামজীদা পারভীন সীমা। অনুষ্ঠানটি’র সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফেডারেশনের সভা প্রধান মোঃ বাদল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফেডারেশনের উপদেষ্টা মাধুরী কুন্ডু। সঞ্চালকের দায়িত্ব পালন করেন দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফেডারেশনের সম্পাদক অনামিকা পান্ডে। বক্তারা বলেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বর্তমানে প্রায় প্রতিটি সেক্টরে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই তাদের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সকল সেক্টরে প্রবেশগম্যতা নিশ্চিত করণ করতে হবে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বর্তমানে প্রায় প্রতিটি সেক্টরের ভবনগুলোতে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতার জন্য সিড়ির পাশাপাশি র্যাম ও লিফট স্থাপন করার জন্য জোড় দাবী জানানো হয়। গোল টেবিল বৈঠকে জেলা উপজেলার প্রতিবন্ধী ব্যক্তিগণ, সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।