২৩ মে দিনাজপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়ার্কার্স পার্টি দিনাজপুর সদর ও শহরস্থ কর্মীদের সাথে সদর উপজেলা নির্বাচনের প্রার্থী ইমদাদ সরকারের সাথে মতবিনিময় সভা ওয়ার্কার্স পার্টির বাহাদুর বাজার জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ইমদাদ সরকারের মোটরসাইকেল প্রতীকে পূর্ণ সমর্থন জ্ঞাপন করা হয় এবং ওয়ার্কার্স পার্টির সদর ও শহরস্থ সমস্ত পাটি কর্মীদের মোটরসাইকেল প্রতীকে নির্বাচনী প্রচারণা চালানোর আহŸান জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সভাপতি সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু, পার্টি সাধারণ সম্পাদক হবিবর রহমান, সম্পাদক মন্ডলী সদস্য রবিউল আউয়াল খোকা, আমিনুল করিম আমু সহ অন্যান্য নেতৃবৃন্দ।