বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি ঃ দিনাজপুরের বোচাগঞ্জে ইকোÑসোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) প্রেমদীপ প্রকল্প আয়োজিত ও হেকস/ইপার এর সহযোগীতায় বাংলাদেশে বসবাসরত দলিত ও আদিবাসীদের জন্য পৃথক ভুমি কমিশন গঠনের দাবীতে র্যালী , মানব বন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার এর নিকট স্মারকলিপি প্রদান করা কয়।
অাজ ১৫ ডিসেম্বর বুধবার সকাল ১১ টায় বোচাগঞ্জ উপজেলায় সমতল ভুমিতে বসবাসরত আদিবাসীদের একটি র্যালী সেতাবগঞ্জ পৌরশহর প্রদক্ষিন করে উপজেলা সড়কে মানব বন্ধন কর্মসুচিতে মিলিত হয়।
আদিবাসী ও দলিত ফোরামের সভাপতি ইলিয়াস হেমরম এর সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিনিষ্ট পার্টির বোচাগঞ্জ উপজেলার সভাপতি দুলাল চক্রবর্তি, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ইএসডিওর ইইও মোঃ মুক্তারুল ইসলাম, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, ইএসডিওর প্রকল্প সমন্নয়কারী কাজী সিরাজুস সালেকিন. বোচাগঞ্জ উপজেলা ম্যানেজার অরুন কুমার শীল প্রমুখ ।
মানববন্ধন শেষে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল এর নিকট একটি স্মারকলিপি প্রদান করেন আদিবাসী নেতৃবৃন্দ।