ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁওয়ে সালন্দর ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম মুকুলের নানা অনিয়ম দুর্নীতি ও গৃহহীনদের কাছে মোটা অঙ্কের টাকা উৎকোচ চাওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।
সালন্দর ইউনিয়ন ভুমিহীন ও গৃহহীনদের আয়োজনে গতকাল সোমবার দুপুরে ১২ নং বরুনাগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে এলাকাবাসী এবং ভূমিহীনরা অভিযোগ করে বলেন, সালন্দর ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম মুকুল বিভিন্ন সময়ে তাদের নানা ভাবে হয়রানী করেছে। ভূমি ও গৃহহীনরা নাম তালিকাভুক্ত করাতে চেয়ারম্যানের কাছে গেলে তিনি তাদের প্রত্যেকের কাছে ৫০ থেকে ৬০ হাজার টাকা করে উৎকোচ চান। সে টাকা না দিতে পারলে তালিকায় তাদের নাম উঠবেনা বলেও হুমকি দেন তিনি। এছাড়াও সরকারী বিভিন্ন অনুদানের টাকা চাইতে গেলেও চেয়ারম্যান মুকুলকেও সে টাকার ভাগ দিতে হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগিরা।
এসব বিষয়ে প্রতিকার চেয়ে এবং ভুমি ও গৃহহীনদের সরকারী প্রকল্পের বিষয় নিয়ে চেয়ারম্যানের এ ধরনের হয়রানীর সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা।