বৃহস্পতিবার সুখসাগর পলকীয় কেন্দ্রের হলরুমে দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে এবারের এসএসসি-২০২৪ পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের ব্যতিক্রমধর্মী অভিনন্দন ও সংবর্ধনা প্রদান করে শিক্ষার্থীদের মাঝে আনন্দের চাঞ্চল্য সৃষ্টি করেছে।
শিক্ষার্থীরা সারাদিনব্যাপী তাদের আনন্দের অনুভূতিব্যক্ত সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও “বৃক্ষরোপন নাটিকা” পরিবেশন করে। বৃক্ষরোপন নাটিকা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচানা করে রিওন। এসএসসি পরীক্ষার্থী হিসেবে তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তৃষ্ণা শর্মা ও প্রিয়াস রায় বলেন, লেখাপড়ার অর্থ আমাদের পরিবারে অভিভাবকরা যে সময় বহন করতে পারেনি সে সময় ওয়ার্ল্ড ভিশন আমাদের শিক্ষা সামগ্রী প্রদান করে লেখাপড়ার সুযোগ করে দিয়েছিল। আজ আমরা কৃতিত্বের সাথে এসএসসি পাশ করেছি। আমাদেরকে আজকে বৃক্ষ ও একটি করে মগ দিয়ে সংবর্ধনা প্রদান করেছে ওয়ার্ল্ড ভিশন। আমরা জানি গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আজকের একটি চারা আগামী দিনের সঞ্চয়ের চাবিকাঠি বলে আমরা মনে করি। অনুষ্ঠানে প্রোগ্রাম অফিসার পলাশ ক্রুশ ও ওয়ার্ল্ড ভিশনের স্পন্সারশিপ এবং শিশু সুরক্ষা কর্মকর্তা বিপ্লাব ক্লেমের্ন্ট মন্ডল প্রতিটি শিক্ষার্থীদের হাতে একটি করে ফলজ বৃক্ষের চারা ও একটি করে উন্নতমানের চিনামাটির ওয়ার্ল্ড ভিশনের লগো খচিত মগ প্রদান করতে গিয়ে বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। ওয়াল্ড ভিশন ভবিষ্যৎ ভালো এবং শিক্ষিত নাগরিক গড়তে শিক্ষার্থীদের পড়াশোনায় দক্ষ করে গড়ে তুলেছে। আমরা চাই তারা এই শিক্ষা দেশে-বিদেশে গিয়ে নিজেকের প্রতিষ্ঠিত করুক।