“আগে শিক্ষা পরে বিয়ে-১৮ কিংবা ২১ পার হয়ে” শীর্ষক শপথ বাক্য পাঠ করেছে দিনাজপুরের স্কুল ছাত্রীরা।
মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ‘বাল্যবিবাহ নিরোধ ঘন্টা’ উদ্ভাবনী উদ্যোগের আওতায় স্কুল পর্যায়ে মঙ্গলবার জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিনাজপুর শহরের সারদেশ^রী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা এই শপথ বাক্য পাঠ করে।
আয়োজিত সচেতনতামুলক সভা ও শপথ পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. মোর্শেদ আলী খান। সারদেশ^রী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ হোসেন, ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি।
এছাড়াও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে-কেয়ার অফিসার রেজভিন শারমিনাজ ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য অতিথিবৃন্দ ও সারদেশ^রী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা।
জনসচেতনামুলক বক্তব্যশেষে “আগে শিক্ষা পরে বিয়ে-১৮ কিংবা ২১ পার হয়ে” শীর্ষক শপথ বাক্য পাঠ করে স্কুল ছাত্রীরা।