বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আফছার আলী ২১ মে দ্বিতীয় ধাপের নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় গতকাল ১০ জুন সোমবার সকাল ১১টায় তিনি বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহন করেন। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে পায়ে হেঁটে উপজেলা পরিষদে যান। সেখানে বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এক সুধি সমাবেশ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু সৈয়দ হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ আফছার আলী। এছাড়াও বক্তব্য রাখেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুস সবুর। এসময় বোচাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নুরুল আনোয়র চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ জাফরুল্লা, যুগ্ন সাধারন সম্পাদক আবু তাহের মোঃ মামুন, সুব্রত কুমার অধিকারী উপস্থিত ছিলেন। পরে তিনি আনুষ্ঠানিকভাবে নব নির্মিত উপজেলা পরিষদ ভবনে যান সেখানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকার, সহকারী কমিশনার (ভুমি) সাইফুল হুদ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগন ফুল দিয়ে নব নির্বাচিত চেয়ারম্যানকে বরণ করে নেন। নব নির্বাচিত চেয়ারম্যান তার কার্যালয়ে গিয়ে বসেন এবং সেখানে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন।