পীরগঞ্জ প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মুজিব বর্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় ও প্রেসব্রিফিং সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম জানান উপজেলার প্রথম ধাপে ৫৫টি গৃহ নির্মাণ করা হয়েছে ।প্রতিটি গৃহ নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ লক্ষ ৭১ হাজার টাকা করে। দ্বিতীয় পর্যায়ে আরো ৩০০টি পরিবারের জন্য গৃহ নির্মাণ চলছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শামীম আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা সারোয়ার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান সহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।