পঞ্চগড় প্রতিনিধি\ জাতীয় যুবনীতি বাস্তবায়নের লক্ষ্যে পঞ্চগড়ে ডেমক্রেসিওয়াচ বাস্তবায়িত ‘আস্থা’ প্রকল্পের আওতায় সরকারি কর্মকর্তা এবং স্টেকহোল্ডারদের সাথে যুব ফোরাম ও নাগরিক প্লাটফর্মের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক ও বিকাশ বাংলাদেশ’র নির্বাহী পরিচালক এম আলাউদ্দীন প্রধান সভায় সভাপতিত্ব করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক রেজাউল করিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক বাসুদেব রায়, টিটিসি’র জব প্লেসমেন্ট অফিসার আব্দুর রশিদ, বৈদেশিক কর্মসংস্থান ব্যুরোর সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান, বিসিকের উপ ব্যবস্থাপক জুয়েল চন্দ্র সেন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন ও ডেমক্রেসিওয়াচের কর্মসূচি পরিচালক ফিরোজ নুরুন নবী। আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী নুরুল ইসলাম নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন শিক্ষাবিদ হাসনুর রশিদ বাবু, জেলা পরিষদের সদস্য ও পরস্পর’র নির্বাহী পরিচালক আকতারুন নাহার সাকী, ডুডুমারী গ্রাম উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দিন প্রমূখ।