ঠাকুরগাঁও: আগামীকাল ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ঠাকুরগাঁও ও রানীশংকৈল পৌরসভা নির্বাচন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে চলবে ভোট গ্রহন।
জেলা রিটার্নিং জিলহাজ উদ্দিন বলেন, ঠাকুরগাঁও পৌরসভার ১২ টি ওয়ার্ডের ২১টি কেন্দ্র এবং রানীংকৈল পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি ভোট কেন্দ্রে ভোটগ্রহন চলবে।
এর মধ্যে ঠাকুরগাঁওয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিন এবং রানীংকৈলে ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হবে। নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে শনিবার দুপুর থেকে সকল কেন্দ্র সরঞ্জাম পাঠানো হয় এবং বুথ তৈরির কাজ সম্পন্ন হয়।
তিনি বলেন, আইনশৃংখলা সুষ্ঠু করতে পুলিশ আনসারের পাশাপাশি ঠাকুরগাঁও পৌরসভায় ১২টি ওয়ার্ডে ১২ জন ম্যাজিষ্ট্রেট, ৩ প্লাটুন বিজিবি এবং রানীশংকৈলে ২ প্লাটুন বিজিবি এবং ৯টি ওয়ার্ডে ৯জন ম্যাজিষ্ট্রেট মোতায়েন রয়েছে।
ঠাকুরগাঁও পৌরসভার মোট ভোটার সংখ্যা ৬০ হাজার ৭শ ২৪ জন। এখানে ৩ জন মেয়র পদে, সংরক্ষিত আসনে ৯ জন, সাধারণ সদস্য পদে ৫৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রাণীশংকৈল পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৫শ ২০ জন। এখানে মেয়র পদে ১২ জন, সংরক্ষিত আসনে ১৩ জন, সাধারণ সদস্য পদে ৩৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।