সোমবার এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউট, দিনাজপুর মুন্সিপাড়া কার্যালয়ে এর হলরুমে সকাল ১১ টায় প্রথম পর্বের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি, বিনামূল্যে পাঠ্য বই এবং কলেজ ড্রেস বিতরণ অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিরল উপজেলার ফরাক্কাবাদ নুরুল ইসলাম স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বীরামপুর উপজেলার টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট এর সুপারিনটেনডেন্ট মোঃ তাজুল ইসলাম, বীরগঞ্জ উপজেলার গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ শহিদুল হক, টেক্সটাইল ইনস্টিটিউট দিনাজপুরের জুনিয়র ইন্সট্রাক্টর মোঃ নূরে আলম সিদ্দিকী, দিনাজপুর সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোকসেদ আলী রানা, এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউট এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কালাম আজাদ, এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউট এর পরিচালক মোঃ তারেক ইবনে নাসিম, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী জয়ন্ত কুমার সরকার প্রমূখ।