দিনাজপুর জেলা প্রশাসনের বাস্তবায়নে বৃহস্পতিবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দিনব্যাপী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণের জন্য স্থানীয় পর্যায়ে শুদ্ধাচার নিশ্চিতকরণ কৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ঢাকার আয়োজনে সকাল ১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি এনআইএলজি এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মনোজ কুমার রায়। দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ এর সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন এনআইএলজি এর পরিচালক প্রশিক্ষণ ও পরামর্শ, (অতিরিক্ত সচিব) মোঃ সবুর হোসেন। এছাড়াও ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশিক্ষণে যুক্ত হন দিনাজপুরের ১৩টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে সকল চেয়ারম্যানগণের উদ্দেশ্যে সূচনা বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাকিল আহমেদ। এছাড়াও বিভিন্ন সেশনে বিভিন্ন বিষয় নিয়ে চেয়ারম্যানদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার দিনাজপুর এর উপ-পরিচালক মোঃ সালাহ্উদ্দিন আহমেদ। এসময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও এডিসি (শিক্ষা) মোহাম্মদ নুর-এ-আলম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ জানে আলম। মুক্ত আলোচনায় অংশ নেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পক্ষে পার্বতীপুরের বেলাইচন্ডির ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ রাজা, হাকিমপুরের বোয়ালদার ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলাম, কাহারোলের তারগাঁও ইউপি চেয়ারম্যান আ.স.ম মনোয়ারুজ্জামান। এছাড়াও বিভিন্ন চেয়ারম্যাণগণ তাদের ইউনিয়ন পরিষদের বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন এভিসিভি-৩ প্রজেক্ট এর জেলা ব্যবস্থাপক মোঃ আবু বক্কর সিদ্দিক অপু। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় দিনাজপুরের ১৩টি উপজেলার ১০৩ জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান জর্জিস সোহেলসহ প্রথম বারের মত নির্বাচিত ৪জন ইউপি চেয়ারম্যানকে জেলা প্রশাসনের পক্ষে থেকে ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসক শাকিল আহমেদ।