বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ ৫ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পর দিনাজপুরের বীরগঞ্জের শিবরামপুর ইউপির ভেলাপুকুর বাবুরহাট গ্রামের মৃত পোহাতু বর্মনের স্ত্রী লক্ষী রানীর বাড়িতে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এসময় বিধবা নারীর একটি গরু এবং একটি ছাগল নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
বিষয়টি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হলে তিনি কেন্দ্রীয় কৃষকদলের সদস্য ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মনজুরুল ইসলাম মনজুকে বিধবা লক্ষী রাণীর পাশে দাঁড়ানোর নির্দেশ প্রদান করেন।
সেই নির্দেশ মোতাবেক মঙ্গলবার সন্ধ্যায় বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউপির ভেলাপুকুর বাবুরহাটে স্থানীয় বিএনপির আয়োজনে আনুষ্ঠানিকভাবে বিধবা লক্ষী রাণীর হাতে ৫০হাজার টাকা তুলে দেন আলহাজ্ব মনজুরুল ইসলাম মনজু।
পরে এক গনসমাবেশে শিবরামপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি সহিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মনজুরুল ইসলাম মনজু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিবরামপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সরকার, শিবরামপুর ইউপি চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক, শিবরামপুর ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার রায়, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহামুদুন্নবী ওয়াট, জেলা কৃষকদলের যুগ্ম আহŸায়ক মোঃ লাইছুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম মাজু, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ তানভীন চৌধুরী, সদস্য মোঃ আব্দুল জব্বার প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপির ও সহযোগী সংগঠনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।