পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে বাল্যবিয়ে নিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদের সভাকক্ষে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির সহযোগিতায় সদর উপজেলা প্রশাসন ওই সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এস মো. শাহনেওয়াজ প্রধান শুভ। সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে সমম্বয় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন ও সদর থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর চন্দ্র সরকার। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষ কর্মসূচির অফিসার মেহেদী হাসানের সঞ্চালনায় অন্যান্যের মাঝে ব্র্যাকের জেন্ডার জাস্টিস ও ডাইভার্সিটি কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মোর্শেদুল ইসলাম ও জেলা ব্যবস্থাপক মাইকেল বাস্কে সমন্বয় সভায় বক্তব্য দেন। সভায় বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা এবং সদর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।