পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে আনসার ও ভিডিপি’র উদ্যোগে বৃক্ষরোপন অভিযান শুরু হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা কার্যালয়ের মাঠে লটকন গাছের চারা রোপন করে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন আনসার ও ভিডিপি’র সহকারী জেলা কমান্ড্যান্ট তৌহিদ উজ জামান। এ সময় আনসার ও ভিডিপি’র সার্কেল অ্যাডজুট্যান্ট সুলতানা রাজিয়া, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হাসানুর রহমান, সদর উপজেলা প্রশিক্ষক হাসিবুল ইসলাম ও আসমাতুন নেহারসহ অন্যান্য কর্মকর্তা ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। বৃক্ষরোপন অভিযানে পঞ্চগড় জেলার পাঁচ উপজেলায় ফলজ, বনজ ও ঔষধী গাছের ৭০৭টি চারা রোপন করা হবে।