বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বৃহস্পতিবার সকালে দিনাজপুরের বীরগঞ্জে ”স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নেই” প্রতিপাদ্যকে সামনে রেখে বীরগঞ্জে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর ‘‘আন্তর্জাতিক নার্সেস দিবস’’ উপলক্ষে একটি র্যালী পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মহসীন এর সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্তআলোচনা সভায় উপস্থিত ছিলেন-নার্সিং সুপারভাইজার, সকল সিনিয়র ষ্টাফ নার্স, সকল মিডওয়াইফ,এবং অত্র স্বাস্থ্য কমপে¬ক্স এর বিভিন্ন স্থরের কর্মকর্তা/কর্মচারী বৃন্দ।