রবিবার , ৪ আগস্ট ২০২৪ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে বিক্ষোভ মিছিলসহ ছাত্র-জনতার সাথে পুলিশের সংঘষর্, হুইপের বাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের গাড়ীতে অগ্নিসংযোগ, আহত-৫০

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ৪, ২০২৪ ১০:১১ অপরাহ্ণ

দিনাজপুর প্রতিনিধি \
দিনাজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। নিয়ন্ত্রন করতে ব্যাপক টিয়ার সেল ও গুলি বর্ষন করেছে পুলিশ। এ সময় বিচারপতি এম ইনায়েতুর রহিম ও তার সহোদর জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। এসময় পুলিশের দুটি গাড়ীতে অগ্নিসংযোগ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ অসংখ্য টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড ও গুলি করেছে। এতে করে গুলিবিদ্ধ ও সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত ৫০ জন।

রোববার সকাল থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা দিনাজপুর ফুলবাড়ী বাসষ্ট্যান্ড এলাকা ও পলিটেকনিক কলেজ মোড় এলাকায় জড়ো হতে থাকে। দুপুরে দিনাজপুর পলিটেকনিক কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনকারীরা। মিছিলটি চারুবাবুর মোড় এলাকা আসলে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল্লাহ আল মাসুমসহ পুলিশের দুটি গাড়ীতে হামলা করে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এসময় পুলিশের সাথে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীরা ইট-পাটকেল ও পুলিশ টিয়ার সেল ও গুলি নিক্ষেপ করে। এরপর তারা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও তার সহোদর জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। সংঘর্ষে ৩জন গুলিবিদ্ধসহ অন্তত ৫০জন আহত হয়েছে। সংঘর্ষে কয়েকজন সাংবাদিক-ক্যামেরপার্সন আহত হয়েছে।
সংঘর্ষের কারণে পুরো দিনাজপুর শহর রণক্ষেত্রে পরিণত হয়।দিনাজপুর শহরের আইনকলেজ মোড়, সদর হাসপাতাল মোড়, পৌরসভা মোড়, জজকোর্ট মোড়, বুটিবাবুর মোড় ও চারুবাবুর মোড় আন্দোলনকারীরা নিজেদের নিয়ন্ত্রণে নেয়। বিকেল ৪টা পর্যন্ত আন্দোলনকারীরা অবস্থান করে।

এর আগে রবিবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে মহাসড়কে নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় জমায়েত হয়ে অবস্থান নেয়।এসময় বিভিন্ন শ্লোগানের পাশাপাশি বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এসময় অনেককে আন্দোলনকারীদের পানির বোতল দিতে দেখা যায়। বেলা ১২টা পর্যন্ত এই এলাকায় অবস্থান পর্যন্ত ওই এলাকায় দিয়ে সকল যানবাহন চলাচল বন্ধ থাকে। দোকানপাটও বন্ধ থাকে। পরে আন্দোলনকারীরা বিক্ষোভসহ শহরের হাসপাতাল মোড়ে অবস্থান নেয়।
এদিকে, দিনাজপুরের বীরগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা থানায় হামলা এবং ভাঙচুর চালায়। এ সময় তারা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে হামলা চালায় আসবাবপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুর উপজেলা প্রশাসনের ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

বীরগঞ্জে সাবেক আ.লীগ নেতার এর মৃত্যুতে বিভিন্ন মহলে শোক

বীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

রানীশংকৈলে ১৪৩১বাংলা নববর্ষের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বড়পুকুরিয়া খনিতে আউটসোর্সিং কর্মচারীদের স্থায়ী নিয়োগের দাবী ১০ দিনের মধ্যে দাবী না মানলে রাজপথ-রেলপথ অবরোধের হুশিয়ারী

বঙ্গবন্ধু কন্যা উন্নয়নের মাধ্যমে দেশের আমুল পরিবর্তন –হুইপ ইকবালুর রহিম

রাণীশংকৈলে শতবষীর্ বৃদ্ধার বয়সেও নেই কোন নিদিষ্ট ঠিকানা

বিরলে সড়ক দূর্ঘটনায় ডেকোরেটর ব্যবসায়ী আহত

তেঁতুলিয়ায় অর্গানিক সবজি চাষে ঝুঁকছে কৃষক

পীরগঞ্জে যুবলীগ নেতা আপেলের রোগমুক্তি কামনায় দোয়া