Thursday , 15 August 2024 | [bangla_date]

স্বৈরাচারী হাসিনা ও তার দোসরদের বিচার দাবিতে হাবিপ্রবিতে র‌্যালি ও অবস্থান কর্মস‚চি পালন

দিনাজপুর প্রতিনিধি \
স্বৈরাচার ও ফ্যাসিস্ট মুক্ত বিশ্ববিদ্যালয় গড়ার লক্ষ্যে এবং স্বৈরাচারী খুনি হাসিনা ও তার দোসরদের বিচার দাবিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অবস্থান কর্মস‚চি পালন করেছে বৈষম্য ও নিপীড়ন বিরোধী হাবিপ্রবি পরিবার।
বুধবার সকাল ১১টায় অবস্থান কর্মস‚চির আগে একটি র‌্যালি হাবিপ্রবির পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।
র‌্যালিতে বিপুল সংখ্যক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী অংশগ্রহণ করে। র‌্যালি শেষে প্রশাসনিক ভবনের সম্মুখে অবস্থান কর্মস‚চি শুরু হয়।

অবস্থান কর্মস‚চিতে কর্মচারীদের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুল হাকিম লেবু ও আব্দুল ওয়াদুদ, কর্মকর্তাগণের মধ্যে বক্তব্য রাখেন, ডেপুটি রেজিস্ট্রার মোঃ খাদেমুল ইসলাম ও ডেপুটি রেজিস্ট্রার মোঃ সাখাওয়াতুল কবীর চৌধুরী, শিক্ষকগণের মধ্যে বক্তব্য প্রদান করেন উদ্যানতত্ত¡ বিভাগের প্রফেসর ড. শরীফ মাহমুদ, ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, ফসল শারীরতত্ত¡ ও পরিবেশ বিভাগের প্রফেসর ড. মোঃ আবু হাসান, কীটতত্ত¡ বিভাগের প্রফেসর ড. হাসান ফুয়াদ এল তাজ এবং ফসল শারীরতত্ত¡ ও পরিবেশ বিভাগের প্রফেসর ড.মোঃ মনিরুজ্জামান বাহাদুর। সঞ্চালনা করেন ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর মোঃ কুতুব উদ্দীন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, শত শত শিক্ষার্থী-জনতার জীবনের বিনিময়ে দীর্ঘদিনের বৈষম্যের শিকল ভেঙ্গে আমরা আজকের এই স্বাধীনতা পেয়েছি। কিন্তু ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসর তথা ষড়যন্ত্রকারীরা এখনও থেমে নেই। তাই আমাদের বসে থাকলে চলবে না, শহীদদের রক্তের বিনিময়ে প্রাপ্ত এই স্বাধীনতা আমাদেরকেই রক্ষা করতে হবে। যার হুকুমে অকালে এতো প্রাণ ঝরে গেলো সেই স্বৈরাচারী খুনি হাসিনা ও তার দোসরদের বিচার বাংলাদেশের মাটিতে করতে হবে। এ বিশ্ববিদ্যালয়ে আমরা আর কোন বৈষম্য চাই না এবং এই বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত ব্যক্তিবর্গ অন্যায় ও দুর্নীতিতে জড়িত ছিল তাদের দৃষ্টান্তম‚লক শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা দাবি জানাই। বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রতি আমাদের প‚র্ণ আস্থা আছে।
তারা আরও বলেন, হাবিপ্রবিতে বর্তমানে কোন প্রশাসন নেই। তাই দ্রæত একজন দক্ষ ভিসি নিয়োগের জন্য আমরা সরকারের প্রতি অনুরোধ জানাই। অবস্থান কর্মস‚চি শেষে সা¤প্রতিক আন্দোলনে নিহত সকল শহীদ ও আহতদের জন্য দোয়া এবং মোনাজাত করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মাদকমুক্ত সমাজ গড়াই বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের মুখ্য উদ্দেশ্য-এমপি গোপাল

হরিপুরে টিউবওয়েলের পানি পান করে একই পরিবারের ৭ সদস্য অজ্ঞান

রাণীশংকৈলে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের ১৮৩ দুস্থ’র মাঝে ত্রাণ সহায়তা প্রদান

অরবিন্দ শিশু হাসপাতালের ৬ষ্ঠ তলা ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

বীরগঞ্জে ভ্রাম্যমান করোনা টিকা কেন্দ্রের উদ্বোধন

বিরলে বিজিবি-বিএসএফ এর পতাকা বৈঠক অনুষ্ঠিত

লায়ন্স ক্লাবের রাজবাটী শান্তি নিবাস বৃদ্ধাশ্রমে ফলমুল ও খাদ্য বিতরণ

বীরগঞ্জে মা সমাবেশ অনুষ্ঠিত

সুইসকন্ট্যাক্ট এর আওতায় প্রবৃদ্ধি প্রকল্পের উদ্যোগে দিনাজপুর পৌরসভার নারী উদ্যোক্তাদের নিয়ে পরিকল্পনা কর্মশালা

বীরগঞ্জে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ