ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক ডাঃ মোঃ জিয়াউল হক জিয়া এক বিবৃতিতে ডা. এজেডএম জাহিদ হোসেনকে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করায় অভিনন্দন জানিয়েছেন।
তিনি বিবৃতিতে বলেন, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে ডাঃ এজেডএম জাহিদ হোসেনের সার্বক্ষনিক তত্ত¡াবধানে ছিলেন। কোন দিনই তিনি পিছপা হননি। কেন্দ্রীয় কমিটির ডাঃ জাহিদ হোসেনকে স্থায়ী কমিটির সদস্যের সম্মানে ভ’ষিত করায় তিনি কেন্দ্রীয় কমিটিসহ সকলকে অভিনন্দন জানান। এ দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ডা. এজেডএম জাহিদ হোসেনকে অভিনন্দন জানান।