ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনে মো: রমজান আলী ঢেরশ প্রতীকে ১৮৬৬ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
তার প্রতিদ্বন্দী প্রার্থী শ্রী রতন চন্দ্র দেবনাথ গাজর প্রতীকে পেয়েছেন ৭৩০ ভোট।
এ ওয়ার্ডে মোট ৬ জন প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দীতা করেছেন। অন্যান্যদের মধ্যে আবুল কালাম আজাদ উটপাখি প্রতীকে পেয়েছেন ৪২৫ ভোট, আরিফ হোসেন পাঞ্জাবি প্রতীকে পেয়েছেন ৫৯ ভোট, মমিনুল ইসলাম ডালিম প্রতীকে পেয়েছেন ৩৮ ভোট এবং আবুর হোসেন টেবিল ল্যাম্প প্রতীকে পেয়েছেন ১৭ ভোট।
ওই ওয়ার্ডে পুরুষ ও মহিলার মোট ভোটার সংখ্যা ৫৭৫৮ জন। তার মধ্যে এদিন ভোট প্রদান করেছেন ৩১১৫ জন ভোটার।
ঠাকুরগাঁও সদর উপজেলার রিটার্নিং অফিসার রেজাউল করিম বুধবার বিকালে নিশ্চিন্তপুর আইডিয়াল হাইস্কুলে ভোট গ্রহণ শেষে এ ফলাফল ষোষনা করেন।
গত ১৪ ফেব্রæয়ারি ঠাকুরগাঁও পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে কাউন্সিলর প্রার্থী মো. মইনুল ইসলাম অসুস্থজনিত কারণে ইন্তেকাল করায় ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিল পদে ভোট স্থগিত হয়।