দিনাজপুর পৌরসভায় সদ্য দায়িত্ব গ্রহণকারী প্রশাসক দিনাজপুর স্থানীয় সরকারের উপপরিচালক (ডিডি-এলজি) সালাহ উদ্দিন আহমেদের নির্দেশনায় পৌরসভায় পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান কর্মসূচী গ্রহণ করেছে পৌর কর্তৃপক্ষ।
মঙ্গরবার দুপুর ২টায় পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবর রহমান। এ সময় পৌরসভার পয়ঃনিষ্কাষণ শাখার পরিদর্শক মোঃ নঈম উদ্দিন, স্বাস্থ্য শাখার ভারপ্রাপ্ত পরিদর্শক মোঃ লিয়াকত আলীসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৯আগস্ট সোমবার দিনাজপুর পৌরসভায় প্রশাসক হিসেবে যোগদান করেন দিনাজপুর স্থানীয় সরকারের উপপরিচালক (ডিডি-এলজি) সালাহউদ্দিন আহমেদ।