বুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ভূক্তভোগিদের বিক্ষোভ মিছিল মানববন্ধন স্মারকলিপি প্রদান পঞ্চগড়ে সাবেক এমপি মেজর রানা ও কাজী নাবিলের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলসহ নানা অভিযোগ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
সেপ্টেম্বর ৪, ২০২৪ ১০:২৫ পূর্বাহ্ণ

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর রানা এবং জেমকন গ্রæপের মালিক ও যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের অবৈধ দখল হতে ভূমি উদ্ধারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে পঞ্চগড় জেলার ভূক্তভোগী সাধারণ বাসিন্দাগণের ব্যানারে জেলা জজ কোর্ট এলাকা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আসেন ভূক্তভোগীরা। এ সময় তারা মেজর রানা ও জেমকন গ্রæপের মালিক কাজী নাবিল আহমেদের বিরুদ্ধে অবৈধভাবে ভূমি দখল, মামলা দিয়ে স্থানীয়দের হয়রানি, মন্দির দখল, নদী দখলের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন ¯েøাগান দিতে থাকেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুক্তভোগীরা। মানববন্ধনে ভুক্তভোগী আলী আমজাদ, মাহজেবিন মনসুর, মুসলেহার রহমান প্রধান ফুলু, মোফাজ্জল হক, বিরেন্দ্রনাথ সিংহ, মখলেসুর রহমান প্রধান প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে জেলার তেতুঁলিয়া, সদর ও আটোয়ারী উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক ভুক্তভোগী অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, গত ২০ বছরের বেশি সময় ধরে নীলফামারী-৩ আসনের সাবেক সাংসদ মেজর রানা পঞ্চগড়ের তেতুঁলিয়া, আটোয়ারী ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় নামমাত্র মূল্যে অল্প পরিমাণের জমি কিনে চা বাগানের নামে মানুষের একরের পর একর জমি দখল করে নিয়েছেন। সদর ও আটোয়ারী উপজেলায় সনাতন ধর্মালম্বীদের মন্দিরের জমি নিজের দাবি করে দখলে নিয়ে তালা মেরে দিয়েছেন। পরে পূজা অর্চনা বন্ধ করে দেন তিনি। এছাড়া যশোর-৩ আসনের সাবেক সাংসদ ও জেমকন গ্রæপের মালিক কাজী নাবিল আহমেদ পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলায় নামমাত্র দামে ২০ বছর আগে জমি কেনা শুরু করে চা বাগান করেন। জমি কেনার পর থেকেই তারা বেপরোয়া হয়ে মানুষের জমি দখল শুরু করেন। তাদের এ কর্মকাÐে এলাকার মানুষজন অতিষ্ঠ। প্রতিবাদ করতে গেলে বিভিন্ন সময়ে দেয়া হতো মামলা। বতর্মানে ৫শ’র বেশি মামলা দেয়া হয়েছে স্থানীয়দের নামে। ভূক্তভোগীরা তাদের নামে কোন থানায় মামলাই করতে পারেনি। হামলা ও নির্যাতন তো নিত্যদিনের ব্যাপার ছিল। জেমকন গ্রæপের এলিন, হাফিজ, রশিদ, তাহেরের নেতৃত্বে তাদের লাঠিয়াল বাহিনী আমাদের উপর হামলা করত। আদালতে এই দুই এমপির বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পেত না। তাদের পক্ষে অনেক বড় বড় উকিল দাড় করানো হতো। আমরা আদালতে কোন পাত্তাই পেতাম না। এই দুই সাবেক এমপি মিলে ৫শ একর জমি কিনলেও মানুষের ১ হাজার ৩শ একর জমি দখল করেছেন। বক্তারা অবিলম্বে এই দুই সাবেক এমপির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ভুক্তভোগীদের জমি ফিরিয়ে দেয়া, তাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করাসহ দুই এমপির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
পরে পঞ্চগড়ের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগীরা। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের। পরে তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি পাঠানোসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এ বিষয়ে জেমকন গ্রæপের ল্যান্ড এন্ড লিগ্যাল ম্যানেজার কামাল পারভেজের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে আছেন জানিয়ে পরে কথা বলবেন বলে ফোন রেখে দেন। পরে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ডবয় করেন ইসিজি, প্রেসক্রিপশন লেখেন সহকারী !

আটোয়ারীতে চোরের উপদ্রব বৃদ্ধি ঃ মোটরসাইকেল সহ নগদ অর্থ লুট

পীরগঞ্জে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের আউটলেট শাখা উদ্বোধন

রাণীশংকৈলে সামাজিক সম্প্রীতি কমিটির সভা

বোচাগঞ্জে স্কুল ছাত্রের অর্ধ-গলিত লা*শ উ-দ্ধার আ-টক ৩জন

পীরগঞ্জে সাংবাদিকদের সাথে ভূমিহীন সমম্বয় পরিষদের মতবিনিময়

বীরগঞ্জে মাদক সেবনের দায়ে রয়েল কাজী গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ৫মাস কারাদণ্ড..

দিনাজপুরে আশ্রয়ন প্রকল্পের উপকার ভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ

ঠাকুরগাঁওয়ের রহিমানপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

হিলিতে পেঁয়াজের কেজি ১৭ টাকা

হিলিতে পেঁয়াজের কেজি ১৭ টাকা