চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: গঠনতন্ত্র পরিপন্থি কার্যকলাপ ও সাংবাদিক সম্পর্কে অশালীন ও কুরুচিপুর্ণ বক্তব্য দেয়ার অভিযোগে দিনাজপুরের চিরিরবন্দর প্রেসক্লাবের দুইজন সাংবাদিককে বহিস্কার করা হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর শনিবার বিকালে চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।
জানা গেছে, গত ১০ আগস্ট চিরিরবন্দর কনভেনশন এন্ড কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভায় প্রেসক্লাবের সদস্য মঞ্জুর আলী শাহ উপজেলার সকল সাংবাদিক সম্পর্কে অশালীন, কুরুচিপুর্ণ বক্তব্য প্রদান ও সকল সাংবাদিককে জুতা মারতে বলায় প্রেসক্লাবের সংখ্যাগরিষ্ঠ সদস্যের লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে বহিস্কার করা হয়। অপরদিকে, প্রেসক্লাবের সদস্য সোহাগ গাজী প্রেসক্লাবের হোয়াটস অ্যাপ গ্রæপে আপত্তিকর লেখা লেখায় ও বিভিন্ন সময় অশালীন আচরণ করায় তাকেও বহিস্কার করা হয়েছে।