বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে, জেলা প্রশাসক কার্যালয়ে, উপজেলা নির্বাহী কার্যালয়ে এবং উপজেলা ভূমি অফিসের কর্মরত ৩য় শ্রেণীর কর্মচারীদের মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদিত পদবী পরিবর্তন ও উন্নত বেতন স্কেল বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি ঘোষিত পূর্ণ দিবস কর্মবিরতি কর্মসূচি চলছে। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ভূমি অফিসের কর্মচারীগণ পূর্ণ দিবস কর্মবিরতি কর্মসূচি পালিত হচ্ছে। মঙ্গলবার (১ মার্চ -২০২২) সকাল ৯টা থেকে উপজেলা ভূমি চত্বরে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) বীরগঞ্জ শাখার পক্ষ থেকে কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন উপজেলা ভূমি অফিসের সাটিফিকেট পেশকার সুকেশ চন্দ্র রায়,নাজির কাম- ক্যাশিয়ার মোঃ জুলফিকার আলী,সায়রাত সহকারী মোঃ রিয়াজুল ইসলাম,মিউটেশন সহকারী তপন চন্দ্র রায়, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষগরিক বিপ্লব চন্দ্র রায়, সাটিফিকেট সহকারী শ্যামল চন্দ্র রায় প্রমুখ। কর্মবিরতি চলাকালে বক্তারা বলেন,অবিলম্বে স্থানীয় পে-কমিশন গঠন করে ৯ম পে-স্কেল ঘোষণার মাধ্যমে বিদ্যমান পদ-পদবী বৈষম্য নিরসনসহ গ্রেড পরিবর্তন অনুযায়ী বেতন স্কেলের পার্থক্য সমহারে নিধারণ ও গ্রেড সংখ্যা কমাতে হবে এবং পে- স্কেল বাস্তবায়নের পূর্বে অস্তবতীকালীন সময় যৌক্তিক পরিমাণে মহার্ঘভাতা প্রদান করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবী জানান।