রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলায় রবিবার (১৫ মে) নেকমরদ-বালিয়াডাঙ্গি মহাসড়কে সোলায়মান আলী (৬৪) নামীয় এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় ও পুলিশ স‚ত্রে জানা গেছে ঘটনার দিন চন্দনচহট নয়াবস্তি এলাকার ঘুটু মোহাম্মদের ছেলে সোলায়মান আলী বাজারে যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে মহাসড়কে উঠতে গেলে ঈদগাঁও বাজারের প‚র্বপাশে এ দুর্ঘটনা ঘটে। এসময় বালিয়াডাঙ্গী থেকে আসা একটি দ্রæতগামী কোচ এসে তাকে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলে তিনি মারা যান।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই মর্মে ওসি জানান।