বিকাশ ঘোষ, দিনাজপুর প্রতিনিধি // দিনাজপুরের নবাগত পুলিশ সুপার নাজমুল হাসানের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর ২০২৪) বেলা ১১টায় দিনাজপুর সুপার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল হুদা দুলাল, সাধারণ সম্পাদক রেজাউর করিম রঞ্জু, কালিতলা প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসি বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, কালিতলা প্রেসক্লাবের সাবেত সভাপতি চিত্ত ঘোষ, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের (রেজি নং-রাজ-২৯৩৬) সাধারণ সম্পাদক মাহপিজুল ইসলাম রিপন, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেন, চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ আলম শাহী, সাংবাদিক এম এ সালাম, মোঃ ওবায়দুর রহমান, মোঃ একরামুল হক চঞ্চল প্রমূখ।
নবাগত পুলিশ সুপার সাংবাদিকদের বক্তব্য গুরুত্বসহকারে শোনেন ও বিভিন্ন সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস) মোঃ আনোয়ার হোসেন, দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ জিন্নাহ আল মামুনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও দিনাজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট২০২৪ শেখ হাসিনার পদত্যাগের পর পরিবর্তিত পরিস্থিতিতে আগের পুলিশ সুপার বদলি হওয়ায় ৭ সেপ্টেম্বর ২০২৪ নাজমুল হাসান দিনাজপুরের নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।