বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা পৌরসভার ৯টি ওয়ার্ডের শীতার্তদের মাঝে দুই হাজার পিচ কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৌর চত্বরে পৌর মেয়র আলহাজ¦ আজাহার আলী অসহায় শীর্তাত মানুষদের মাঝে শীতবন্ত্র হিসেবে কম্বল তুলে দেন। এ সময় পৌর সচিব মোঃ শফিউল্লাহ সরকার, পৌর অ্যাকাউন্টেন মোঃ রাশেদুল আলম, পৌর ইঞ্জিনিয়ার শাহীন হোসেন, বোদা পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির সহ ৯টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর গণ উপস্থিত ছিলেন।