বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার উদ্যোগে ১৯সেপ্টেম্বর বৃহস্পতিবার দিনাজপুর শহরের এফপিএবি’র মিলানায়তনে সকাল ১০টায় অনার্স ১ম বর্ষ শ্রেণিতে ভর্তি নবীন ছাত্রদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহরের আয়োজনে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম।
অনুষ্ঠানে দিনাজপুর শহর শাখার সভাপতি রেজওয়ানুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ওহিদুল ইসলাম আকিক, দিনাজপুর শহর শাখার সেক্রেটারি মুশফিকুর রহমান, দিনাজপুর শহর শাখার সাবেক সভাপতি সোহেল রানা, সাবেক শহর সভাপতি আব্দুর রাজ্জাক, শহর অফিস সম্পাদক মাসুদ রানা প্রমুখ।