ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদশেে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় র্পযায়) প্রকল্প বাস্তবায়নরে লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে স্থানীয় অংশীজনদরে সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে সভায় স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ সরদার মোস্তফা শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক ইসরাত ফারজানা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলনে, গ্রাম আদালত-এ খরচ কম এবং এখানে উত্তম প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে। সক্রিয়করণ করা গেলে প্রান্তিক জনগোষ্ঠীর দুর্ভোগ কমে আসবে।
সভায় ব্র্যাক, ওয়ার্ল্ড ভিশন, আরডিআরএস সহ সকলে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ প্রচারণা করবেন বলে মত প্রকাশ করেছেন।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ (৩য় র্পযায়) প্রকল্পটি বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, সহযোগীতায় ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ উন্নয়ন র্কমসূচি (ইউএনডপি) এবং স্থানীয় সরকার বিভাগ। বাস্তবায়ন সহযোগী হিসেবে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট র্অগানাইজেশন (ইএসডওি)।