চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১৭ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি অনুমোদন দিয়েছে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এতে মো. সোহেল সাজ্জাদকে প্রধান সমন্বয়কারী করা হয়েছে। এ কমিটি পরবর্তী ৩ মাস অথবা আহবায়ক কমিটি গঠন না হওয়া পর্যন্ত উপজেলা পর্যায়ে দলীয় কর্মকান্ড পরিচালনা করার দায়িত্ব পালন করবে। গত ১৫জুন রবিবার এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন ও মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেয়া হয়।
দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে এ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি উপজেলার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত দলকে শক্তিশালী করতে সাংগঠনিক সফর ও সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করবে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন-যুগ্ম সমন্বয়কারী মো. রাব্বি ইসলাম, আ ন ম মামুনুর রশীদ এবং সদস্যরা হলেন-মোছা. জোসনা খাতুন, মো. রিফাত শাহ, মো. আল আমিন হোসেন, মো. ফরিদুল ইসলাম, মো. আরাফাত আলী, ওয়াজেদ আলী, আ স ম ইমাম হাসানুল বান্না, মাসুদ রানা, ওমর ফারুক চৌধুরী, মো. মমিনুল ইসলাম, মো. রায়হান ইসলাম রানা, আসাদুজ্জামান আসাদ, মো. ফয়জার রহমান, ওমর ফারুক। এনসিপি’র কেন্দ্রীয় নেতাদের ধন্যবাদ জানিয়ে প্রধান সমন্বয়কারী সোহেল সাজ্জাদ বলেন, আমি উপজেলার রাজনীতিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র অবস্থান সুদৃঢ় করতে সকলের সহযোগিতায় এগিয়ে নিয়ে যেতে চাই।