পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ের দেবীগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে রোড শো অনুষ্ঠিত হয়েছে। নেট্জ বাংলাদেশ এবং বিএমজেড’র নারীর অধিকার ও অন্তর্ভূক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ-যুক্ত প্রকল্পের আওতায় ওই রোড শো’র আয়োজন করে মানব কল্যাণ পরিষদ-এমকেপি। গতকাল রোববার সকালে দেবীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে রোড শো’র উদ্বোধন করে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা গোলাম আজম। এ সময় যুক্ত প্রকল্পের এলাকা সমন্বয়কারী বিজলী রানী রায়, মাঠ সমন্বয়কারী সবুরা বেগম, শেফালী আক্তার, সুইটি আক্তার, মনোয়ারা মনি, গোলাম রব্বানী প্রমূখ উপস্থিত ছিলেন। রোড শো’টি দেবীগঞ্জ সদর, টেপ্রিগঞ্জ, চিলাহাটী, শালডাঙ্গা ও পামুলি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।