হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা:
ঠাকুরগাঁওয়ের হরিপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুবেল হুসেন,সহকারী শিক্ষা অফিসার জাহিদ ইবনে সুলতান, ৬ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ,
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নগেন কুমার পাল, হরিপুর থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি এস আই উজ্জ্বল প্রমুখ।
র্যালি ও আলোচনা সভায় কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
পরে ঠাকুরগাঁও জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক শেখ সাদী ভোক্তা অধিকার আইন সংরক্ষণ বিষয়ে আলোচনা করেন।