চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে সড়ক দূর্ঘটনায় আলম ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এসড়ক দূর্ঘটনাটি গত ৮ অক্টোবর মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলার রানীরবন্দর-বিন্যাকুড়ি সড়কে সাতনালা ইউনিয়নের জোততাল নামক স্থানে ঘটেছে। নিহত আলম ইসলাম উপজেলার নশরতপুর গ্রামের বাকালীপাড়ার মৃত তমিজউদ্দিনের ছেলে।
জানা গেছে, ওইদিন দুপুরে আলম ইসলাম মোটরসাইকেল যোগে ব্যবসায়িক কাজে বিন্যাকুড়িহাটে যায়। ওই হাট থেকে ফেরার পথে জোততাল নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। এ ঘটনা টের পেয়ে স্থানীয় লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার প্রথমে রানীরবন্দরে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে তাঁকে চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়ার পথিমধ্যেই তার মৃত্যু হয়। মৃতের বড়ভাই ইনজাত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।