মঙ্গলবার , ৭ ডিসেম্বর ২০২১ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে দিনব্যাপী ডায়াবেটিস স্বাস্থ্য মেলার উদ্বোধন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ৭, ২০২১ ৬:১০ অপরাহ্ণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি॥- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অবস্থিতে বীরগঞ্জ ডায়াবেটিস এন্ড ফুট কেয়ার সেন্টারের এক বছর পুর্তি উপলক্ষে দিনব্যাপী ডায়াবেটিস স্বাস্থ্য মেলার উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (৭ ডিসেম্বর ২০২১) সকাল ১১টায় পায়রা অবমুক্ত, বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং কেক কেটে এই মেলার উদ্বোধন করেন ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ লাইক আহমেদ খান।এসময় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ লাইক আহমেদ খান বলেন, বীরগঞ্জ কাহারোলসহ এই জেলার মানুষ অত্যন্ত ভাগ্যবান যে, ডা. ডিসি রায় এর মত সুনামধন্য চিকিৎসক রয়েছেন। তিনি নারীর টানেই হয়তো আপনাদের সেবায় নিয়জিত রয়েছে। তিনি যেভাবে রোগীর মন জয় করেছেন, সত্যিই তা উদাহরণ দেয়ার মত। বাংলাদেশের প্রতিটি চিকিৎসক যদি এমনই ভাবে রোগীর সাথে মিশে যায়, তাহলে চিকিৎসা বিভাগ অনেক এগিয়ে যাবে। তিনি বলেন, আপনারা অনেক মেলার কথা শুনেছেন, কিন্তিু ডায়াবেসিট স্বাস্থ্য মেলার কথা শুনেছেন বলে আমার মনে হয় না। এ ধরনের আয়োজনগুলো রোগ সমন্ধে নিঃসন্দেহে সচেতনতা সৃষ্টি করবে। আপনারা সকলে সচেতন থাকবেন।মেলায় ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তি এবং তাদের আত্মীয় স্বজনদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় এবং চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করা হয়।বীরগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ডায়াবেটিস ও হরমোন রোগ বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. সমীর কুমার তালুকদার।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বীরগঞ্জ ডায়াবেটিস এন্ড ফুট কেয়ার সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. ডি.সি. রায়।অনুষ্ঠানে দীর্ঘদিন যাবত ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে এমন দুইজন মহিলা ও পুরুষ ডায়াবেটিস রোগীকে গ্লুকোমিটার প্রদান করা হয়। এছাড়াও ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের ডায়াবেটিস সংক্রান্ত বিষয়ে কুইজে সঠিক উত্তর প্রদানকারী তিনজন বিজয়ী ব্যক্তিকে সেন্টারের সৌজন্যে গ্লুকোমিটার উপহার হিসেবে প্রদান করা হয় এবং আগত অসহায় দুস্থ এবং সুবিধা বঞ্চিত ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের মাঝে বিনামূল্যে জীবন রক্ষাকারী ইনসুলিন এবং কম্বল বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে জাতীয় পার্টির কমির্টি গঠন

তদন্ত ছাড়াই মামলা রাণীশংকৈল কলেজ মসজিদের ইমাম গ্রেফতার

আটোয়ারীতে কয়েকটি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন এম,পি প্রধান

ঠাকুরগাঁওয়ে ৫ টি ডায়াগনস্টিক সেন্টার সিলগলা, আটক – ১

বীরগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের জায়গা পরিদর্শন

বীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন চারা রোপণে বিলম্ব, বিপাকে কৃষক

পঞ্চগড়ে প্রতারকদের কাছ থেকে উদ্ধার করা তক্ষক, অবমুক্ত করা হল বন বিভাগে

সাম্প্রদায়িকতার সমাধিতে অসাম্প্রদায়িক চেতনার কেতন উড়বেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

হরিপুরে সরকারি ঘর পাচ্ছেন আরও ৪শ ভূমিহীন ও গৃহহীন পরিবার

পার্বতীপুরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু