মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ “আগামী প্রজন্মকে সক্ষম করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জে রবিবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ উদযাপন উদযাপন করেছে উপজেলা প্রশাসন। দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ১০টায় উপজেলা ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে ভুমিকম্প ও অগ্নি নির্বাপক বিষয়ক মহড়া প্রদর্শন করেন সেতাবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের সদস্যরা। মহড়া শেষে স্কুল মাঠে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাইফুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনসুর রহমান, বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ রিয়াজুল ইসলাম, হাজী মাহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি মোঃ ফয়সাল মোস্তাক প্রমুখ। এসময় সেতাবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন ইনচার্জ সফিকুল ইসলাম, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ শামসুল আলম, সদস্য সাজ্জাদুল আযম, লতিফুল ইসলাম ফুল, সেতাবগঞ্জ কামিল মাদ্রাসার ছাত্র প্রতিনিধি আফরান সাবিকসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
ক্যাপশনঃ-দিনাজপুরের বোচাগঞ্জে রবিবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাইফুল হুদা। ছবি- প্রতিনিধি