মঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম থেকে দিনাজপুরে ফেরার পথে ছিনতাই ৭ দিনেও হদিস মেলেনি ছিনতাই হওয়া ১৯ লাখ টাকা মুল্যের পাম ওয়েল তেল

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
অক্টোবর ১৫, ২০২৪ ১০:৪৭ পূর্বাহ্ণ
চট্টগ্রাম থেকে দিনাজপুরে ফেরার পথে ছিনতাই ৭ দিনেও হদিস মেলেনি ছিনতাই হওয়া  ১৯ লাখ টাকা মুল্যের পাম ওয়েল তেল

গত ৭ দিনেও চট্টগ্রামের পতেঙ্গা থেকে ক্রয় করে দিনাজপুরে আসার পথে সিরাজগঞ্জে ছিনতাই হওয়া ১৯লাখ টাকা মুল্যের ৬০ ড্রাম পামওয়েল তেলের এখনো হদিস মেলেনি। এঘটনায় সোমবার (১৪ অক্টোবর) দুপুরে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে শহরের চকবাজার ব্যবসায়ী রামকুমার গুপ্ত।
প্রেসক্লাব কনফারেন্স রুমে দিনাজপুর ভোগ্যপণ্য পাইকারী ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক প্রশান্ত কুমার ঘোষ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিমল কুমার কুন্ডু। তিনি জানান, গত ৭ অক্টোবর চট্টগ্রামের পতেঙ্গা থেকে ইসমাইল ফুডস প্রোডাক্টের কাছ থেকে ৬০ ড্রাম পাম ওয়েল ক্রয় করে দিনাজপুর শহরের চকবাজারের ব্যবসায়ী রামকুমার গুপ্ত । ওইদিন সকাল ৮টার দিকে নিয়ম অনুযায়ী পরিবহন সংস্থা অল বেঙ্গল ট্রান্সপোর্টের মাধ্যমে ট্রাকে (ট্রাক নং ঢাকা মেট্রো-ট-১৩-০৮৩৬) তেলের ড্রাম লোড করে দিনাজপুর উদ্দেশ্যে রওনা হয়। পতেঙ্গা থেকে রওনা দেওয়ার পর রাত আড়াইটায় সিরাজগঞ্জ জেলার চান্দাইকোনায় ট্রাকসহ তেল ছিনতাই হয়। তিনি আরও জানান, ট্রাক ড্রাইভার শ্রী রবিন ও হেলপার করমত চন্দ্র রায় এর ভাষ্যমতে চান্দাইকোনায় ট্রাকটি পৌঁছালে রাস্তায় ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল ট্রাকের গতি রোধ করে। তারা ড্রাইভার ও হেলপারকে গাড়ী থেকে নামিয়ে অন্য একটি গাড়ীতে তুলে জোরপূর্বক ট্যাবলেট খাইয়ে দেওয়ার পর তারা অচেতন হয়ে পড়ে। এর পরে কি হয়েছে তারা জানে না। পরবর্তীতে তেলসহ ট্রাক ছিনতাই ঘটনা জানার পর জরুরী সেবা ৯৯৯ কল করেন ব্যবসায়ী রামকুমার গুপ্ত। এরপর দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরীকে জানানোর মাধ্যমে পুলিশ সুপার মো. নাজমুল হাসানের সঙ্গে সাক্ষাত করে ছিনতাইয়ের ঘটনা জানানো হয়।
পরবর্তীতে কোতয়ালী থানায় মামলা করতে গেলে মামলা নেওয়া হয়নি। থানার বক্তব্য অনুযায়ী ঘটনাস্থল সিরাজগঞ্জে মামলা করার পরামর্শ দেওয়া হয়। এ ব্যাপারে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা এবং অলবেঙ্গল ট্রান্সপোর্টের সঙ্গে যোগাযোগ করেও কোন সুফল না পাওয়া যায়নি বলে লিখিত বক্তব্যে উল্লেখ করেছেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি জানান, সড়কে প্রায়ই মালামালসহ ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটছে। মালামাল পরিবহনে নিরাপত্তা প্রদান করা না হলে ব্যবসায়ী মহল চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে উল্লেখ করে ছিনতাই হওয়া ট্রাকসহ পামওয়েল উদ্ধারে বানিজ্য মন্ত্রণালয়, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ গ্রহনের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এই ব্যবসায়ী।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, ভোগ্যপণ্য পাইকারী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান ডাবলু, দপ্তর সম্পাদক রাজকুমার গুপ্ত ও ব্যবসায়ী মানিক গুপ্ত,বিমল কুন্ডুসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ভয়াবহ আগুনে নগদ অর্থসহ গবাদী পশু পুড়ে গেছে

আপনাদের একটা সীল একটা এলাকার ভাগ্যের উন্নয়ন (জাপা)এমপি হাফিজ

খাদ্য শস্য আড়ৎদার মালিক গ্রুপের বার্ষিক বনভোজন

পীরগঞ্জে কাঠ পোড়ানোর অভিযোগে ইটভাটা মালিককে জরিমানা

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জমি অবৈধভাবে লিজ- রাজস্ব হারাচ্ছে সরকার

রাণীশংকৈলে পানিতে ডুবে দুইবছরের শিশুর মৃত্যু

অলিম্পিকে মুখোমুখি হচ্ছে জার্মানি-ব্রাজিল

পীরগঞ্জে সাংবাদিক কাজী নুরুলের স্মরণ সভা ও দোয়া মাহফিল

এসএসসির ফলাফলে সব দিক থেকে পিছিয়ে দিনাজপুর শিক্ষা বোর্ড

হরিপুর উপজেলা প্রশাসন কতৃক বিজয় দিবস ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ব্যাডমিন্টন টুনামেন্ট ২১ এর শুভ উদ্বোধন