মঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
অক্টোবর ১৫, ২০২৪ ১০:২৬ অপরাহ্ণ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে “কেন পরিষ্কার হাত এখনও গুরুত্বপূর্ণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১৫ অক্টোবর) মঙ্গলবার সকালে গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপি এর আয়োজনে উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুরে গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপি কার্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা হয়।
গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপি এরিয়া ম্যানেজার তুয়ার লিউ ক্রুশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা অফিসার মোঃ মামুন হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা সহকারী অফিসার আলঙ্গীর হোসেন। আলোচনা শেষে হাত ধোয়ার প্রাক্টিক্যাল নিয়ম, রচনা প্রতিযোগিদের পুরস্কার বিতরণ শেষে সকরের সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি করেন সিডিপির প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির প্রোগ্রাম অফিসার মোঃ সাইফুল ইসলাম, সিডিপির মেডিকেল অফিসার ডাঃ মেরাজুল ইসলাম, সিডিপির স্বাস্থ্য সহকারী মোঃ শাহিদুজ্জামান ইসলাম। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস এ সাপোর্টার কৃষ্ণ রায় ও টিম লিডার সামিরা আক্তার।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত