হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: শ্রদ্ধা-স্মরণে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব-এর ৯৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার(৮ আগষ্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুুল।
এসময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুবেল হুসেন,মাধ্যমিক শিক্ষা অফিসার রায়হানুল ইসলাম মিঞা, হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহিদ ইবনে সুলতান,সাবেক ডেপুটি কমান্ডার সোলেমান আলী প্রমুখ।