বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসের আলোচনা সভায় এডিসি (জেনারেল)
যারা সাদাছড়ি নিয়ে বেড়ান তারাও দেশের
উন্নয়ন কর্মী এবং সমাজের অংশ
মঙ্গলবার জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র দিনাজপুর এর আয়োজনে এবং স্থানীয় এনজিও সংস্থাগুলোর সহযোগিতায় “হাতে দেখলে সাদা ছড়ি-এগিয়ে এসে সহায়তা করি”-এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস-২০২৪ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোঃ ময়নুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর-এ-আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর সমাজসেবা কার্যালয়ের অফিসার মোঃ মাইনুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আসাদুজ্জামান আসাদ, উত্তরণ প্রতিবন্ধী সংস্থার সদস্য পূজা মহন্ত। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক অফিসার মোঃ মেহেদী হাসান। শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু শাহ নেওয়াজ, প্রতিবন্ধী বিদ্যালয় ও পুনর্বাসন সংস্থার সাধারন সম্পাদক বিলকিস আরা ফয়েজ, মেঘনা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আলেয়া বেগম, সিডিএ’র রিসোর্স পার্সন অনামিকা পান্ডে, সিডিডি’র প্রতিনিধি শৈলেন চন্দ্র রায়, সম্প্রীতি প্রতিবন্ধী সংস্থার সভাপতি সানজিদা পারভিন সিমা, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী মোঃ আল আমিন ও পল্লীশ্রী’র প্রতিনিধি রওনক আরা হত নিপা। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মুনির হোসেন। সার্বিক তত্ত¡াবধায়নে ছিলেন কার্যালয়ের অফিস সহকারী গোলাম রাব্বানী। র্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথি এডিসি (সার্বিক) নুর-এ-আলম বলেন, যারা সাদাছড়ি নিয়ে বেড়ান তারাও দেশের উন্নয়নকর্মী এবং সমাজের অংশ। সাদাছড়ি ব্যবহারকারী ব্যক্তিদের প্রশিক্ষণ দিতে হবে। স্বাধীন ও আত্মনির্ভরশীলতার প্রতীক এই সাদাছড়ি দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য আইডিকার্ডের মত। আসুন তাদের পাশে দাঁড়াই এবং সবরকম সহযোগি করি।